শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই
  • একদিনও ব্যবহার হয়নি উদদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক

    একদিনও ব্যবহার হয়নি উদদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উদদিঘী উচ্চ বিদ্যালয়ের জন্য প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি প্রধান ফটক এক বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত একদিনও ব্যবহার হয়নি।

    বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মিত এই ফটকটি মাটি থেকে প্রায় তিন ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে। তবে নিচে কোনো সিঁড়ি, র‌্যাম্প বা সংযোগ সড়ক না থাকায় এটি দিয়ে শিক্ষার্থী কিংবা শিক্ষক-কর্মচারীদের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। ফলে ফটকটি নির্মাণের পর থেকেই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এখনও আমাদের কাছে ফটকটি বুঝিয়ে দেওয়া হয়নি।”

    এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এস. এম. মিনহাজুর রহমান বলেন, “ত্রুটিগুলো সংশোধনের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে বুঝিয়ে দেবে।”

    স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “সরকারি অর্থে নির্মিত একটি অবকাঠামো বছরের পর বছর অকার্যকর পড়ে থাকাটা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সংস্কার করে এটি শিক্ষার্থীদের চলাচলের উপযোগী করে তোলা উচিত।”

    তারা আরও মন্তব্য করেন, “সরকারের উন্নয়ন প্রকল্পে যদি এমন অনিয়ম ও অদক্ষতা থাকে, তবে ভবিষ্যতে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।”


    দৈএনকে/ শা.আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন