শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই
  • পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল

    পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। দেশে জবাবদিহিতার অভাবে লুটপাট চরম আকার ধারণ করেছে। শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, "গণতন্ত্রকে সঠিক পথে চলতে দিতে হবে। সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিলম্ব না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার বিকল্প নেই।"

    তিনি আরও বলেন, "বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আমরা একটি যৌক্তিক, অংশগ্রহণমূলক নির্বাচন চাই।"

    বর্তমান রাষ্ট্র কাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থার গুণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, "এটি একদিনে সম্ভব নয়। এর জন্য সময় ও পরিকল্পনা দরকার।"

    পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “এই দেশের সাধারণ মানুষ জানেই না ‘পিআর’ কী। তারা একজন নির্দিষ্ট নেতাকে চায়, যাকে সরাসরি কাছে পাওয়া যাবে। পিআর পদ্ধতিতে তা সম্ভব নয়।”

    এ সময় আন্তর্জাতিক বাণিজ্যে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ট্যারিফ নীতির প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “এই পরিস্থিতি আমাদের অর্থনীতিকে চাপে ফেলতে পারে। তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত কৌশল গ্রহণ করা জরুরি।”


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন