রিমান্ড শেষে ফের গ্রেফতার ছাত্রলীগ নেতা রিপন


সন্ত্রাসবিরোধী আইনে রিমান্ড শেষে আবারও গ্রেপ্তার হয়েছেন রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন বাবু।
বুধবার (২৩ জুলাই) রাত ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের জনতা ব্যাংক এলাকা থেকে তাঁকে আটক করে রুহিয়া থানা পুলিশ।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে রিপন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে আজ সকালে আদালতে পাঠানো হবে।”
এর আগে, গত ১৮ মে রাজধানীর পল্টনে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল চলাকালে প্রথমবার পুলিশের হাতে গ্রেপ্তার হন রিপন বাবু। ওই ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য, “মিছিলের মাধ্যমে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে জনমনে আতঙ্ক ছড়ানো হয়েছিল।”
রিপন বাবু ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা দায়মুল ইসলাম একজন কলেজকর্মচারী এবং মা রিম্পা আক্তার স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রিপন বাবু। এর আগে তিনি একই কমিটিতে সহ-সম্পাদক পদে ছিলেন।
ছেলের বারবার গ্রেপ্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মা রিম্পা আক্তার। তিনি বলেন, “রাজনীতি করা কি অপরাধ? আমার ছেলে নির্দোষ। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার গ্রেপ্তার করা হচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায়।”
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় বা রংপুর মহানগর শাখার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি
