পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা বাংলাদেশের


চলতি বছরের শুরুতে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছিল বাংলাদেশকে। সেই আক্ষেপ ঝেড়ে ফেলতেই এবার ঘরের মাঠে প্রতিশোধ নিতে মরিয়া টাইগাররা। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি টাইগারদের। ৪ বলে ১ রান করে ফিরেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক লিটনও ফিরেন মাত্র ১ রানে। দুই ওপেনারের ব্যর্থতায় ৭ রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা।
তবে চাপ সামলে ম্যাচে ফেরান পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৭৩ রান। হৃদয় ৩৬ রান করে বোল্ড হলেও, ইমন তুলে নেন ৩৪ বলে ফিফটি। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ১০ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস খেলেন জাকের আলী।
পাকিস্তানের পক্ষে ২ উইকেট নেন সালমান মির্জা, ১টি উইকেট পান আব্বাস আফ্রিদি।
ব্যাটিংয়ে ধস, ১১০ রানেই গুটিয়ে পাকিস্তান
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দ হারায় পাকিস্তান। ইনিংসের তৃতীয় বলেই ফখর জামান ক্যাচ দিয়েছিলেন, কিন্তু তালুবদ্ধ করতে পারেননি তাসকিন আহমেদ। তবে একই ওভারে সাইম আইয়ুবকে আউট করে প্রায়শ্চিত্ত করেন তিনি।
ধীরে ধীরে ধসে পড়ে পাকিস্তানের ইনিংস। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে দলীয় রান দাঁড়ায় মাত্র ৪১। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ম্যান ইন গ্রিনরা। মোহাম্মদ নাওয়াজ রান আউট হন মাত্র ৩ রানে। ফখর জামান কিছুটা লড়াই করলেও ১২তম ওভারে রানআউট হয়ে ফিরেন ৪৪ রানে।
শেষদিকে খুশদিল শাহ কিছুটা প্রতিরোধ গড়লেও তাসকিন আহমেদের দুর্দান্ত ওভারে (১৯তম) তিনটি উইকেট হারিয়ে ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
তাসকিন ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার। তার বোলিংয়ে ছিল গতি ও ধার।
পাকিস্তান: ১১০ রান (সব উইকেট হারিয়ে)
বাংলাদেশ: ১১১/৩ (১৭.৩ ওভার)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
পারভেজ ইমন: অপরাজিত ৫৬ (৩৯ বল)
তাসকিন আহমেদ: ৩ উইকেট
এই ম্যাচ দিয়ে পাকিস্তানের বিপক্ষে হারের স্মৃতি কিছুটা হলেও মুছে ফেলেছে টাইগাররা। এখন লক্ষ্য সিরিজ জয়।
