মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • মেসির পাশে এবার ক্লাব ফুটবলেও, ইন্টার মায়ামিতে রদ্রিগো ডি পল

    মেসির পাশে এবার ক্লাব ফুটবলেও, ইন্টার মায়ামিতে রদ্রিগো ডি পল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র এক সপ্তাহ আগেই আলোচনায় এসেছিল খবরটি—ইন্টার মায়ামি চমক হিসেবে প্রস্তাব দিয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে। এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিচ্ছে। জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ লুফে নিচ্ছেন ডি পল। শীর্ষস্থানীয় আর্জেন্টাইন ক্রীড়া গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস, ইএসপিএনসহ একাধিক সূত্র এই খবর নিশ্চিত করেছে।

    এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছে, আর্জেন্টাইন মিডফিল্ডার স্বল্প সময়ের চুক্তিতে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসেই অ্যাতলেটিকোর সঙ্গে দর কষাকষি করতে ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস মাদ্রিদে উড়ে যান। ডি পলকে আনার উদ্দেশ্য ইন্টার মায়ামির মাঝমাঠের শক্তি বৃদ্ধি। যদিও ২০২৬ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে অ্যাতলেটিকোর। এক বছর বাকি থাকতেই ডি পল মাদ্রিদের ক্লাব ছাড়তে যাচ্ছেন।

    ২০২১ সাল থেকে অ্যাতলেটিকোয় খেলছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। অন্যদিকে, মেসি ২০২৩ সালের জুনে মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাব এবং লিগের চেহারাও বদলে যায়। রাতারাতি লিগের জনপ্রিয়তা, ক্লাবের অনুসারী, জার্সি ও টিকিট বিক্রিতে ব্যাপক চাহিদা তৈরি হয়। ইতোমধ্যে মেসির ছোঁয়ায় গত মৌসুমের সাপোর্টার্স শিল্ডসহ দুটি ট্রফি জিতেছে ইন্টার মায়ামি। এমনকি এবার প্রথমবার তারা ফিফা ক্লাব বিশ্বকাপেও খেলেছে, উঠেছিল নকআউট পর্বেও।

    সংবাদ সংস্থা এপি জানিয়েছে, এই মাসের শেষদিকে মায়ামির জার্সি গায়ে জড়াতে পারেন ডি পল। যদিও তার ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার সময় ও চুক্তির বিষয়টি এখনও অনিশ্চিত। ফলে যে সূত্রের বরাতে খবরটি এসেছে সেটিও উহ্য রেখেছে এপি। কয়েক সপ্তাহ ধরেই ডি পলের জন্য দর কষাকষি চলছে। এরই মাঝে আবার ইন্টার মায়ামি ও মেসির চুক্তির মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা চলছিল। চলতি বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হবে এই আলবিসেলেস্তে তারকার। তবে মায়ামির আশা গোলাপি জার্সিতে তাকে আরও একবছর পাওয়া যাবে।

    চিত্র


    শেষ পর্যন্ত ডি পলের সঙ্গে মায়ামির চুক্তি সইয়ের বিষয়টি চূড়ান্ত হলে মেসি আরও একজন কাছের কাউকে দলে পাবেন। এর আগে তিনি ৩৭ বছর বয়সী সার্জিও বুসকেটস, ৩৮ বছরের লুইস সুয়ারেজ ও ৩৬ বছরের জর্দি আলবার সঙ্গে বার্সেলোনার পর এমএলএসেও দারুণ রসায়ন তৈরি করেছেন। এর মধ্যে মেসি-বুসকেটস ও আলবা লিগের সর্বোচ্চ বেতনধারী ফুটবলারদের শীর্ষ তালিকায় আছেন। মেসি তো রেকর্ড সর্বোচ্চ (বছরে প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা) পারিশ্রমিক পান, যা এমএলএসের ২১টি দলের খেলোয়াড়দের সামষ্টিক পারিশ্রমিকের চেয়েও বেশি। 

    আলবা নতুন করে ২০২৭ মৌসুম পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। কিন্তু বুসকেটস এখনও সেই পথে হাঁটেননি, তিনি যদি ক্লাব ছেড়ে যান স্বাভাবিকভাবেই সেই জায়গা পূরণ করতে পারবেন ডি পল। ২০২১ সালে অ্যাতলেটিকোয় যোগদানের পর থেকে তিনি ক্লাবটির অন্যতম প্রধান তারকায় পরিণত হন। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: