টাইগারদের ঐতিহাসিক জয়, শহীদদের প্রতি লিটনের শ্রদ্ধাঞ্জলি


শ্রীলঙ্কায় ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো লঙ্কানদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা। এই ঐতিহাসিক সাফল্যকে বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে উৎসর্গ করেছেন দলের অধিনায়ক লিটন দাস।
শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল টাইগাররা, শহীদদের স্মরণে সিরিজ উৎসর্গ লিটনের
বুধবার (১৬ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করেন জুলাই মাসের শহীদদের স্মৃতির প্রতি। তিনি বলেন, “এখন যেহেতু জুলাই মাস চলছে এবং আজ ১৬ জুলাই, আমরা এই সিরিজ জয়টি উৎসর্গ করছি সেই সকল শহীদদের, যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন।”
সিরিজ জয়ের অনুভূতি ভাগ করে লিটন বলেন, “অধিনায়ক হিসেবে যেকোনো সিরিজ জয় দারুণ অনুভূতির। আমি মনে করি আপনারা সবাই খুশি। বাংলাদেশের সব ক্রিকেটপ্রেমী ভক্তদের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত—আমরা শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছি। আমি খুবই আনন্দিত।”
২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের স্মৃতি টেনে লিটন বলেন, “ওয়েস্ট ইন্ডিজে তাদের ঘরের মাঠে হারানো যেমন কঠিন ছিল, তেমনি শ্রীলঙ্কাতেও জয় পাওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ। ওদের দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ। দুটি সিরিজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশ শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে। তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন পাথুম নিশাঙ্কা। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন শেখ মেহেদি হাসান, নেন ৪ উইকেট।
লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। দলের হয়ে অপরাজিত ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম, যিনি ম্যাচ ও সিরিজের সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করেন।
এই জয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করেছে—প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়, লিটন দাসের নেতৃত্বে।
