মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশিত হলো সময়সূচি

    অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশিত হলো সময়সূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। এক শতাব্দীরও বেশি সময় পর, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নতুন করে যুক্ত হচ্ছে এই জনপ্রিয় খেলাটি। এর আগে কেবল একবার, ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে দেখা গিয়েছিল ক্রিকেটকে অলিম্পিকের অংশ হিসেবে। এরপর দীর্ঘ ১২৮ বছর ক্রিকেট ছিল এই গ্লোবাল ক্রীড়াযজ্ঞের বাইরে। নতুন করে অলিম্পিকে অন্তর্ভুক্তির খবরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ইতোমধ্যেই নিশ্চিত করেছে, ১৪ জুলাই শুরু হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ৩৪তম আসর। তবে ক্রিকেটের টুর্নামেন্ট শুরু হবে তার দুই দিন আগে, অর্থাৎ ১২ জুলাই থেকে।

    ক্রিকেটের সব ম্যাচ অনুষ্ঠিত হবে পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে, যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ছেলেদের ও মেয়েদের অংশগ্রহণে দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা হবে। প্রতিটি প্রতিযোগিতায় থাকবে ছয়টি দল, যেখানে মোট খেলোয়াড়ের সংখ্যা ১৮০।


    অধিকাংশ দিনেই অনুষ্ঠিত হবে ডাবল হেডার ম্যাচ, অর্থাৎ প্রতিদিন দুইটি করে ম্যাচ। তবে ১৪ এবং ২১ জুলাই কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা ৬:৩০ মিনিটে। পদক নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৯ জুলাই।

    ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়াম বা ফেয়ারপ্লেক্স প্রায় ৫০০ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং ১৯২২ সাল থেকে এটি এলএ কাউন্টি ফেয়ারের আয়োজক স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

    লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেন, এই গেমসের মাধ্যমে আমরা বিশ্বকে আমাদের শহরের বৈচিত্র্য এবং শক্তি দেখাতে চাই। আশা করছি এই অলিম্পিক হবে এমন একটি উৎসব যা সবাই উপভোগ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: