সাকিবের দুবাই ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: ম্যাচ দেখবেন যেভাবে


একই দিনে দুই ভিন্ন ফ্রন্টে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট দুই দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে লড়বে জাতীয় দল, অন্যদিকে গ্লোবাল সুপার লিগে মুখোমুখি হবে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। ফলে আজ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে দুটি ভিন্ন ম্যাচে—একটা দেশের প্রতিনিধিত্বে, আরেকটা আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লড়াইয়ে।
আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় থাকায় এটি হয়ে উঠেছে ফাইনাল সমতুল্য। টাইগারদের জন্য তাই ম্যাচটি শুধু সিরিজ জয়ের লড়াই নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও এক বড় সুযোগ। অন্যদিকে, জাতীয় দলের ম্যাচ শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ রাত ৮টায় গায়ানায় গ্লোবাল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে রংপুর রাইডার্স। তাদের প্রতিপক্ষ দুবাই ক্যাপিটালস, যার হয়ে খেলছেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান।
রংপুর রাইডার্স এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। তারা প্রথম দুই ম্যাচে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। নেট রানরেটের ব্যবধানে শীর্ষে রয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বাকি দুই ম্যাচের মধ্যে রংপুর একটি ম্যাচ জিতলেই সরাসরি চলে যাবে ফাইনালে।
দুবাই ক্যাপিটালসের অবস্থা অবশ্য ভিন্ন। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে তাদের। প্রথম ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দলকে জয় এনে দেন সাকিব, কিন্তু পরের দুই ম্যাচে তিনি নিজেও ছিলেন নিষ্প্রভ, দলও হেরেছে। এখন তাদের সামনে শেষ সুযোগ ফর্মে থাকা রংপুরের বিপক্ষে ম্যাচটি।
এই ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশি সমর্থকদের মাঝে। কারণ, রংপুর রাইডার্স ছিল সাকিব আল হাসানের পুরনো দল। ২০২৪ বিপিএলেও তিনি রংপুরের জার্সিতে খেলেছিলেন। এমনকি এবারের গ্লোবাল সুপার লিগেও তাকে রংপুরে দেখা যাওয়ার কথা ছিল। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি পাল্টে যায়।
রংপুর রাইডার্স এবং সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি শুরু হবে বুধবার (১৬ জুলাই) রাত ৮ টায়। ম্যাচটি দেখা যাবে সনি নেটওয়ার্কের সনি স্পোর্টস ৫ চ্যানেলে, এছাড়া টি স্পোর্টস ডিজিটালে দেখা যাবে গ্লোবাল সুপার লিগের জমজমাট এই ম্যাচটি।
