শেষ ম্যাচে জয়েই সিরিজ নিজের করতে চায় বাংলাদেশ


দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি২০—তিন সংস্করণেই লড়েছে বাংলাদেশ। টানা খেলার এই ক্লান্তির মাঝেও শেষ ম্যাচে জয় নিয়েই সিরিজ শেষ করতে চায় লিটন কুমার দাসের দল। আজ কলম্বোতে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচের মাধ্যমে শেষ হবে এই পূর্ণাঙ্গ সফর।
শ্রীলঙ্কা সফরের শুরুটা যেমন ছিল নাটকীয়, শেষটাও হতে পারে রোমাঞ্চকর। টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত, গলে ড্র আর কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়—এই সব মিশ্র অভিজ্ঞতা নিয়ে সময় কেটেছে বাংলাদেশের। ওয়ানডেতে প্রথম ম্যাচে ৫ রানের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা, কিন্তু তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় আবার হোঁচট খেতে হয়।
টি২০ সিরিজেও ছিল বিতর্ক—প্রথম ম্যাচে চার ওপেনার খেলানোর সিদ্ধান্তে উঠেছিল প্রশ্ন। তবে এর মধ্যেও একটি করে ওয়ানডে ও টি২০ জয় কিছুটা হলেও স্বস্তি দিয়েছে লিটনদের। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ টি২০ ম্যাচে জয় পেলে এই দীর্ঘ সফরের হতাশা অনেকটাই ধুয়ে যাবে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, “শেষ ম্যাচ যেভাবে খেলেছি, তাতে আত্মবিশ্বাস ফিরেছে। আমরা ভালো ছন্দে আছি। চেষ্টা করব এখানেই সিরিজটা ইতিবাচকভাবে শেষ করতে।”
প্রেমাদাসা স্টেডিয়ামেই ২০১৭ সালে বাংলাদেশ পেয়েছিল শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি২০ জয়—মাশরাফি বিন মুর্তজার আন্তর্জাতিক টি২০ বিদায়ী ম্যাচে। সেই স্মৃতি কিংবা নিদাহাস ট্রফির ডাম্বুলা জয়ের মত মুহূর্তগুলো হতে পারে আজকের লড়াইয়ের অনুপ্রেরণা।
তবে কোচ সালাউদ্দিনের মতে, “অতীত স্মৃতি নয়, নির্দিষ্ট দিনে কেমন খেলছি সেটাই আসল। পরিকল্পনা থাকবে আগামীকালের ম্যাচটা সেরা খেলাটা উপহার দেওয়ার।”
দলের কম্বিনেশন নিয়ে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের কথা ভাবা হলেও, আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাদ দেওয়া কঠিন। অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ থাকছেন মূল দলে, তার সঙ্গে রিশাদ ও শামীম হোসেনের স্পিন জুটি কার্যকর হতে পারে।
শ্রীলঙ্কার শীর্ষ ছয় ব্যাটারের মধ্যে মাত্র একজন বাঁহাতি হওয়ায় পেস ইউনিটেও তেমন পরিবর্তনের ইঙ্গিত নেই। সব মিলিয়ে শেষ ম্যাচে 'উইনিং কম্বিনেশন' ভাঙার কোনো ইচ্ছা নেই দল পরিচালনায় থাকা কোচিং স্টাফদের।
দীর্ঘ সফরের শেষ প্রহরে আজ লিটন দাসের দল চাইবে, মাঠ ছাড়ার আগে যেন জয়টা রয়ে যায় সঙ্গে।
