সমতায় ফেরা টাইগারদের লক্ষ্য এবার ট্রফি


সব ফরম্যাটেই ধুকছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সে দল যেন হারিয়ে ফেলেছিল আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতা। এমন দুঃসময়ে যেন হালকা স্বস্তির পরশ নিয়ে এলো গতকালের জয়। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে একপ্রকার উড়িয়ে দিয়েছে টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানের দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ দলের অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী। ম্যাচের শুরুতেই কুশল মেন্ডিসকে রান আউট করার মুহূর্তটি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি অকপটে জানান, সেটি নিঃসন্দেহে ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।
শামীম বলেন, “হ্যাঁ, অবশ্যই এটা গেম চেঞ্জার ছিল। আমরা এখন জয় পেয়েছি, সিরিজে সমতা এসেছে (১-১)। ফিল্ডিং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে এটা নিয়ে অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই—এটাই আমার কাজ, প্রতিদিনের দায়িত্ব।”
সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী শামীম জানান, “ওয়ানডে সিরিজটা আমরা হেরেছি। তবে টি-টোয়েন্টিতে এখন সমতা। সামনে সুযোগ আছে সিরিজ নিজেদের করে নেওয়ার। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, ইনশাআল্লাহ সিরিজ জেতা সম্ভব। জয়ের আত্মবিশ্বাস সবসময়ই আমাদের থাকে।”
ব্যাট হাতে নিজের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে শামীম বলেন, “আমি যখন ব্যাটিংয়ে যাই, চেষ্টা করি ইতিবাচক থাকতে। টি-টোয়েন্টি ফরম্যাটে রিস্ক নিতেই হয়। তাই আমি নিজেই সেই দায়িত্ব নেই। এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং আমার বরাবরের প্রেরণা। তার মতোই ইতিবাচক মানসিকতায় খেলতে চেষ্টা করি।”
এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তোলে ১৭৭ রানের লড়াকু স্কোর। ইনিংসের শেষ দিকে শামীম ২৭ বলে খেলেন ঝড়ো ৪৮ রানের ইনিংস, যা দলের রান দ্রুত বাড়িয়ে দেয়। এরপর বোলারদের দুর্দান্ত বোলিং ও শামীমের করা গুরুত্বপূর্ণ রান আউটের সুবাদে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। টাইগাররা পায় ৮৩ রানের বিশাল জয় এবং সিরিজে ফিরে আসে সমতায়।
