সন্ধ্যায় সাফের গুরুত্বপূর্ণ ম্যাচে নেপাল-বাংলাদেশ মুখোমুখি


সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লাল-সবুজদের জন্য।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় শুরু হবে দুই দলের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ লড়াই। প্রতিযোগিতায় ভালো সূচনা পাওয়া বাংলাদেশের লক্ষ্য থাকবে ধারাবাহিকতা ধরে রেখে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করা।
নেপালের বিপক্ষে এই ম্যাচে জয় বা অন্তত পয়েন্ট আদায় করে নিতে পারলে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ দল।
উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। সেই জয়ের আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে এবার শক্তিশালী নেপালের মুখোমুখি হতে যাচ্ছে আফঈদা খন্দকারের দল।
প্রথম ম্যাচে গোলের সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ে কিছুটা ভুল ছিল—যা এবার শুধরে আরও বড় ব্যবধানে জয় পেতে চায় লাল-সবুজ শিবির।
দলের প্রধান কোচ পিটার বাটলার বলেন, “নেপাল শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমরা ভয় পাচ্ছি না। তাদের সম্মান দেখিয়ে মাঠে নামব, তবে লক্ষ্য থাকবে জয়ের।”
এই স্কোয়াডে রয়েছেন এশিয়ান কাপ বাছাইপর্বে খেলা অভিজ্ঞ আটজন ফুটবলার, যারা মূল পর্বে জায়গা করে নেওয়ার অভিজ্ঞতা থেকে দলকে অনুপ্রাণিত করছেন। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানান, “প্রতিটি ম্যাচেই আমরা সর্বোচ্চটা দিতে চাই। শিরোপা ধরে রাখার লক্ষ্যে আমরা প্রস্তুত।”
অধিনায়ক আফঈদা খন্দকারও আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “লক্ষ্য একটাই—জয়। যেভাবেই হোক, আমরা ট্রফি ঘরে তুলতে চাই।”
অন্যদিকে, নেপালও দারুণ ফর্মে রয়েছে। প্রথম ম্যাচে তারা ভুটানকে ৬-১ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে। তবে বাংলাদেশের সামনে ইতিবাচক স্মৃতি রয়েছে—গত বছর ঠিক এই ফরম্যাটে নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জয়িতারা।
ঘরের মাঠে সেই ইতিহাসের পুনরাবৃত্তির প্রত্যাশায় রয়েছেন সমর্থকরা। দুই দলের ফর্ম, শক্তি আর পূর্বের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড ঘিরে জমে উঠেছে ম্যাচের উত্তেজনা। এবারও কি হিমালয় কন্যাদের হারিয়ে গর্জে উঠবে বাংলাদেশের মেয়েরা?
