সাকিবকে ঘিরে ইতিবাচক বার্তা দিল বিসিবি


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল। ঠিক একই দিনে, দেশের বাইরে ভিন্ন মঞ্চে উজ্জ্বল পারফরম্যান্সে নজর কাড়েন সাকিব আল হাসান।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে দ্যুতি ছড়ান অভিজ্ঞ এই অলরাউন্ডার। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে জয় পায় দল, আর ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে।
বাংলাদেশ যখন আন্তর্জাতিক মঞ্চে ধুকছে, তখন বিশ্বের অন্য প্রান্তে সাকিব যেন নতুন উদ্যমে জানান দিচ্ছেন নিজের অস্তিত্ব। টাইগার সমর্থকদের জন্য কিছুটা হলেও সান্ত্বনার জায়গা হয়ে রইল সাকিবের এই দুর্দান্ত ফিরে আসা।
ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। বল হাতেও ছিলেন অনন্য। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। দেশের জার্সিতে অনেকেই তার শেষটা দেখে ফেলেছেন।
তবে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা। শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, 'বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। কিন্তু এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।'
সাকিবের ফেরা নিয়ে মিঠু বলেন, 'আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।'
