চেয়ারম্যানের অনুপস্থিতিতে বাড়িতে হামলা: বৃদ্ধাকে কুপিয়ে সর্বস্ব লুট


নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল খাঁন প্রকাশ কামাল কোম্পানীর পৈত্বিক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল কামাল কোম্পানির মা হোসনে আরা বেগমকে (৬৫) কুপিয়ে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৪লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যার পর পরই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ জগদানন্দ গ্রামের মতিনের দোকান সংলগ্ন কামাল কোম্পানীর পৈত্বিক বাড়িতে এই ঘটনা ঘটে। আহত হোসনে আরা বেগম ওই বাড়ির আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় চেয়ারম্যান কামাল কোম্পানি ও তার পরিবারের অন্য লোকজন। তবে ওই বাড়িতে শুধুমাত্র কামাল কোম্পানির মা থাকতেন। উনার সাথে সব সময় কয়েক ভরি স্বর্ণ এবং নগদ টাকা থাকতো বলে সবাই জানতো। স্থানীয়দের ধারণা চোর বা ডাকাত দলের সদস্যরা আগে থেকেই টার্গেট করে এই ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগী নারীর ছোট ছেলে মাইনুদ্দিন জানান, বাড়ির টিনের ঘরে তার মা একাই থাকতেন। রাতে অজ্ঞাত ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে বলে তিনি ধারণা করছেন। ডাকাত দল ঘরে ঢুকে নগদ চার লাখ টাকা এবং তার মায়ের নাকে, কানে ও গলায় থাকা সাড়ে চার ভরি স্বর্ণের জিনিস খুলে নেয়। এতে তার নাক, কান ও গলার বিভিন্ন অংশ ছিঁড়ে যায়। এসময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেললে তারা উনার মাথায় কুপিয়ে জখম করে। রাতে স্থানীয়দের সহযোগিতায় উনাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে জখম প্রাপ্ত তার মা পপুলার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর অবস্থা এখনও সংকামুক্ত নয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈএনকে/ জে. আ
