সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু: একদিনে প্রাণ গেল আরও ৫ জনের সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ : হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে গুলিবিদ্ধ ওসমান হাদির বর্তমান অবস্থা : ডাক্তারদের আপডেট মেসির ভারত সফর: কলকাতায় ক্রীড়ামহলে বিশেষ আয়োজনের ঘোষণা সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা
  • নিশাঙ্কার সেঞ্চুরিতে কলম্বোতে গলের পুনরাবৃত্তি

    নিশাঙ্কার সেঞ্চুরিতে কলম্বোতে গলের পুনরাবৃত্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা এখন যেন পাথুম নিশাঙ্কার নতুন নাম। গলে দুর্দান্ত সেঞ্চুরির পর কলম্বোতেও ব্যাট হাতে ঝলসে উঠলেন শ্রীলঙ্কান এই ওপেনার। আর শতক উদযাপন? নিজের সেই চেনা ভঙ্গিতেই করলেন—এক হাতে হেলমেট, অন্য হাতে ব্যাট, দুই বাহু ছড়িয়ে ধরে দর্শকদের দিলেন চেনা ইঙ্গিত।

    নিশাঙ্কার এই উদযাপন এখন যেন তার ট্রেডমার্ক হয়ে গেছে। গল টেস্টের পর যেন দর্শকরাও অপেক্ষা করে থাকেন, কবে আবার এমন দৃশ্য দেখা যাবে! কলম্বো টেস্টে সেই মুহূর্ত এল দ্বিতীয় ইনিংসে। স্টেডিয়ামের গ্যালারি তখন উত্তাল—গলে যেভাবে সেঞ্চুরির পর উদযাপন করেছিলেন, কলম্বোতেও ঠিক তেমনটাই করলেন নিশাঙ্কা।

    টেস্ট ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে দলে নিজের জায়গা আরও মজবুত করছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। শুধু রান নয়, তার উদযাপনও এখন শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

    গল টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংসের পর কলম্বোতেও পাথুম নিশাঙ্কা যেন ঠিক একই স্ক্রিপ্টে ব্যাট করছেন। ভেন্যু বদলেছে, প্রতিপক্ষও আগের মতোই, কিন্তু ফর্ম ও ফোকাস একদম অটুট। স্কয়ার কাটে নাহিদ রানার বল চার হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছেই শুরু করেন সেই চেনা উদযাপন—এক হাতে হেলমেট, অন্য হাতে ব্যাট তুলে বাহু প্রসারিত করে উদযাপন, যেন নিজেই নিজের ছায়া হয়ে উঠেছেন।

    গলে ১৮৭ রানের অনবদ্য ইনিংসে ড্র বাঁচানো সেই মহাকাব্যিক লড়াইয়ের পর আজ কলম্বোতে আরও একবার প্রমাণ করলেন নিজের টেস্ট মানসিকতা। বাংলাদেশের ২৪৭ রানের জবাবে প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে লাহিরু উদারাকে সঙ্গে নিয়ে যোগ করেন ৮৮ রান। অভিষিক্ত উদারা ফিরে যান ৪০ রানে। তবে সেখান থেকে ইনিংসের হাল ধরেন দিনেশ চান্ডিমাল।

    চান্ডিমালের সঙ্গে নিশাঙ্কার ব্যাটে গড়ে ওঠে আরও একটি শতরানের পার্টনারশিপ। আগের টেস্টে এই দুই ব্যাটার গড়েছিলেন ১৫৭ রানের জুটি, এবার কলম্বোতে দ্বিতীয় উইকেট জুটিতে তুলেছেন ১২৭ রান (প্রতিবেদন লেখা পর্যন্ত)। চান্ডিমাল ৬১ রানে অপরাজিত, আর নিশাঙ্কা তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি, খেলেছেন ১৩টি চারে সাজানো ১১১ রানের নান্দনিক ইনিংস।

    বাংলাদেশের বোলারদের জন্য দিনটি রীতিমতো হতাশার। একই পিচে যেখানে বাংলাদেশের ব্যাটাররা ধুঁকেছেন, সেখানে নিশাঙ্কা-চান্ডিমাল খেলছেন নির্বিঘ্নে। ব্যাটিং দেখে মনে হচ্ছে যেন অন্য কোনও উইকেটে খেলা হচ্ছে।

    মিরাজ ও নাহিদ রানারা বল করে যাচ্ছেন, আর লঙ্কান ব্যাটাররা শাসন করে যাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ২১৫, বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩২ রানে পিছিয়ে থাকলেও, ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্পষ্টভাবে স্বাগতিকদের হাতেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন