বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

সাবেক সভাপতি নাজির আহমদের ভুয়া কমিটির প্রতারণা; তদন্ত দাবি কেন্দ্রীয় কমিটির

সাবেক সভাপতি নাজির আহমদের ভুয়া কমিটির প্রতারণা; তদন্ত দাবি কেন্দ্রীয় কমিটির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি: নং-১৫৯৫) এর কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এবিএম সফিউল আলম বুলু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বেপারী।

সভায় বক্তারা বলেন, সাবেক সভাপতি নাজির আহমদ কেরানী ২০২২ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। নৌ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশসহ বিভিন্ন দপ্তরের বৈঠকে অংশ না নেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন ঘাট-বন্দরের শ্রমিক সমাবেশেও তার অনুপস্থিতি সংগঠনের মারাত্মক সাংগঠনিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

বক্তারা অভিযোগ করেন, নাজির আহমদকে একাধিকবার নোটিশ দিয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হলেও তিনি কোনো সাড়া দেননি। ফলে গঠনতন্ত্র ও শ্রম আইনের আলোকে ২১ জানুয়ারি ২০২৪ তারিখে এক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সহ-সভাপতি এবিএম সফিউল আলম (বুলু) কে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়।

তবে সম্প্রতি সাবেক সভাপতি নাজির আহমদ, নৌযান শ্রমিকলীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ট্রলার শ্রমিক ইউনিয়নের সংগঠক আনিসুর রহমানসহ কিছু বহিরাগতকে নিয়ে একটি ভুয়া কমিটি গঠন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করা হয়। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার, চাঁদাবাজির অপবাদ ও নৌ ডাকাতদের সহযোগিতার মিথ্যা অভিযোগ তুলে সংগঠন ও নেতৃবৃন্দকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।

অথচ নৌ নিরাপত্তা ও ডাকাত প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ফতুল্লা থানা পুলিশ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও নৌ মন্ত্রণালয় থেকে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে।

সভায় বক্তারা এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন  

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: