বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

মোঘল আমলের ঐতিহ্য অনুযায়ী ঈদ আনন্দ মিছিল

মোঘল আমলের ঐতিহ্য অনুযায়ী ঈদ আনন্দ মিছিল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্যবাহী ঢঙে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা রাজধানীর সাংস্কৃতিক ঐতিহ্য ও সৌন্দর্যকে নতুন করে উপস্থাপন করেছে। এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ।

সোমবার (৩১ মার্চ) সকালে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে হাজারো মানুষ অংশ নেন। তারা ঐতিহ্যবাহী পোশাক ও সাজে সজ্জিত হয়ে আনন্দের সাথে মিছিলে যোগ দেন। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শুরুতে পাঁচটি ঘোড়ার গাড়ি ছিল, পরে যোগ হয় আরও ১৫টি ঘোড়ার গাড়ি। অংশগ্রহণকারীরা ব্যান্ডপার্টির সুরে 'ও মোর রমজানের ওই রোজার শেষে' গান পরিবেশন করে ঈদের আনন্দ প্রকাশ করেন। মিছিলে শিশু, বৃদ্ধসহ সকল বয়সের মানুষ উপস্থিত ছিলেন।

মিছিলে অংশগ্রহণকারী সালমান মাহমুদ বলেন, "অনেকদিন পর এমনভাবে শহরে ঈদ উদযাপিত হচ্ছে, খুব ভালো লাগছে। আমি পুরো মিছিলজুড়েই থাকব।"

এ ধরনের উদ্যোগ ঢাকা শহরের ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি নগরবাসীর মধ্যে আনন্দ ও ঐক্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে, যা শহরের সাংস্কৃতিক ইতিহাসের প্রতিফলন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন