মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • কুবির বার্ষিক বাজেট পাশ ৭৬ কোটি ১০ লাখ টাকা ফ্যাসিস্ট সরকারের প্রতিমন্ত্রী অবৈধ পন্থায় কয়লা আমদানি করে অর্থ বিদেশে পাচার করেছে : হাবিব ২৪ ঘণ্টায় রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়: মির্জা ফখরুল একে-৪৭ নয়, উপদেষ্টার ছিল লাইসেন্সকৃত একটি অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা রমনা রেস্তোরাঁ দখলে নিয়ে বিএনপি নেতার ব্যবসা গাজীপুরে চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা, কারখানায় ছুটি অর্থবছরের শেষ দিনে ব্যাংকে লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত সাদা পোশাকে ব্যর্থতা, রঙিন পোশাকে প্রত্যাবর্তনের আশা মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত
  • বেক্সিমকোর প্রশাসক নিয়োগ বাতিল, প্রতিষ্ঠান চলবে নিজস্ব তত্ত্বাবধানে: হাইকোর্ট

    বেক্সিমকোর প্রশাসক নিয়োগ বাতিল, প্রতিষ্ঠান চলবে নিজস্ব তত্ত্বাবধানে: হাইকোর্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেক্সিমকো গ্রুপে 'রিসিভার' (প্রশাসক) নিয়োগ বাতিল করে প্রতিষ্ঠানটি নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

    আজ বুধবার (১ মার্চ) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

    রায়ে ৯টি পর্যবেক্ষণে আদালতে বলেছেন, বেক্সিমকোর হাজার হাজার কর্মীর স্বার্থে প্রতিষ্ঠানগুলো তাদের দ্বারাই পরিচালিত হওয়া উচিৎ। তবে এরই মধ্যে নিয়োগ দেওয়া রিসিভার কর্তৃক যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বৈধ বলে গণ্য হবে।

    এ ছাড়া এই রায়ে বাংলাদেশ ব্যাংকসহ অন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে বেক্সিমকো গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সঠিকভাবে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

    আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

    রাযের পর আইনজীবীরা জানান, বেক্সিমকো গ্রুপের মোট ১৮৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ১৬৯টি নিবন্ধিত। গত আগস্টে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এসব কোম্পানির ব্যবসা পরিচালনায় ৬ মাসের জন্য রিসিভার নিয়োগ দেন হাইকোর্ট। একই সাথে রুল জারি করেন আদেলত।

    তাঁরা জানান, পরে আপিল বিভাগ থেকে আদেশে কেবল বেক্সিমকো ফার্মার রিসিভার নিয়োগ বাতিল হয়। আজ হাইকোর্টের রায়ে বাকি ১৬৮টি প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগও বাতিল হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন