মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • কুবির বার্ষিক বাজেট পাশ ৭৬ কোটি ১০ লাখ টাকা ফ্যাসিস্ট সরকারের প্রতিমন্ত্রী অবৈধ পন্থায় কয়লা আমদানি করে অর্থ বিদেশে পাচার করেছে : হাবিব ২৪ ঘণ্টায় রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়: মির্জা ফখরুল একে-৪৭ নয়, উপদেষ্টার ছিল লাইসেন্সকৃত একটি অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা রমনা রেস্তোরাঁ দখলে নিয়ে বিএনপি নেতার ব্যবসা গাজীপুরে চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা, কারখানায় ছুটি অর্থবছরের শেষ দিনে ব্যাংকে লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত সাদা পোশাকে ব্যর্থতা, রঙিন পোশাকে প্রত্যাবর্তনের আশা মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত
  • এ বছরই নির্বাচন চান ৫৮ শতাংশ ভোটার: ইনোভেশনের জরিপ

    এ বছরই নির্বাচন চান ৫৮ শতাংশ ভোটার: ইনোভেশনের জরিপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের ৫৮ শতাংশ ভোটার চান জাতীয় নির্বাচন ২০২৫ সালের মধ্যেই অনুষ্ঠিত হোক। জনগণের মতামত নিয়ে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে গবেষণা সংস্থা ইনোভেশন এই জরিপের ফলাফল প্রকাশ করে। জরিপকারীদের মতে, দেশের ৬৪ জেলার ১০ হাজার ৬৯৬ জন ভোটারের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।

    বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি, কবে ভোট, তাদের প্রত্যাশা কী এসব বিষয় নিয়ে জরিপ করে গবেষণা সংস্থা ইনোভেশন। চলতি বছরের ১৯ ফ্রেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এই জরিপ চালানো হয়।

    জরিপকারীরা জানান, চলতি ২০২৫ সালে ৫৮ শতাংশ ভোটার জাতীয় নির্বাচন চান। আর ২০২৬ সালের ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ১০ দশমিক ৯ শতাংশ ভোটার।

    ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার জানান, এ জরিপে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার জনগণের অগ্রাধিকারে নেই, জরিপ অনুযায়ী মাত্র ৯ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী রাজনৈতিক সংস্কার চান, আর সাংবিধানিক পরিবর্তন দাবি করেছেন মাত্র ৫ দশমিক ৩ শতাংশ।

    জরিপ অনুযায়ী, এখনই নির্বাচন হলে বিএনপি পাবে ৪১ দশমিক ৭ শতাংশ ভোট আর জামায়াত ৩১ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৩ দশমিক ৯ শতাংশ, জাতীয় নাগরিক পার্টি ৫ দশমিক ১ শতাংশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৬ শতাংশ, জাতীয় পার্টি ১ শতাংশ ও গণ অধিকার শূন্য দশমিক ০৫ শতাংশ। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন