বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • লন্ডনে তারেক রহমান ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক সচিবালয় ও যমুনা ভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির নির্বাচনের ঘোষণা জাতিকে আশার আলো দেখিয়েছে: কাদের গনি চৌধুরী দেশ ও জনগণের স্বার্থে ঐক্যের আহ্বান তারেক রহমানের জুলাই ঘোষণাপত্রের আয়োজনে ৮ বিশেষ ট্রেনে বেশিরভাগ আসন ফাঁকা ছিল জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির বিজয় র‌্যালি শুরু নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের পদায়ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আল হিলালের সিদ্ধান্তে বিপর্যয়, আসছে বড় শাস্তি শুক্রবার ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান গণমাধ্যম মুক্ত নয়, বিপক্ষে গেলে মবের শিকার হচ্ছে: মানবজমিন সম্পাদক
  • কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে তরুণীকে ধর্ষণ, বান্ধবী গ্রেফতার

    কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে তরুণীকে ধর্ষণ, বান্ধবী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকা থেকে কৃত্রিম পুরুষাঙ্গ দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ জানায়, অভিযুক্ত নারী একাধিকবার ভিকটিমের নগ্ন ভিডিও ধারণ করে তা দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেড় মাস ধরে তাকে নিপীড়ন করছিলেন।

    সোমবার (৪ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

    গ্রেফতার শারমিন আক্তারের (২০) বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়। চাকরির সূত্রে নগরীর চান্দগাঁওয়ের বরিশাল বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

    চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ গনমাধ্যমকে জানান, শারমিন ও তার সমবয়সী বান্ধবী একই বাসায় থাকেন। তারা একই কারখানায় চাকরি করেন। আক্রান্ত তরুণী বিবাহিত, তবে স্বামী থাকেন গ্রামের বাড়িতে। অন্যদিকে শারমিন অবিবাহিত।

    সোমবার রাত সাড়ে ১২টার দিকে আক্রান্ত তরুণীর বাবা থানায় গিয়ে তার মেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ রাতেই ওই বাসায় অভিযান চালায়। এর পর শারমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

    ওসি আফতাব বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছি, শারমিন অনলাইনে অর্ডার দিয়ে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ। সেই পুরুষাঙ্গ বেল্ট দিয়ে লাগিয়ে শারমিন দেড়মাস আগে তার বান্ধবীকে জোরপূর্বক প্রথম ধর্ষণ করে। সেটা আবার ভিডিও করে রাখে। সেই নগ্ন ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দেড়মাস ধরে তাকে ক্রমাগতভাবে ধর্ষণ করে যায়। এতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েন। এর পর গতকাল (সোমবার) সন্ধ্যায় তাকে ধর্ষণ করে। তখন ওই তরুণী তার বাবার কাছে এ ঘটনা প্রকাশ করে।’

    গ্রেফতার শারমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন