বুধবার, ৩০ জুলাই ২০২৫
Natun Kagoj

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৬

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ৬
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কুয়াকাটার উপকূলঘেঁষা বঙ্গোপসাগরে ‘এফবি সাগরকন্যা’ নামে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। ট্রলারডুবির চার দিন পর সমুদ্রে ভেসে থাকা অবস্থায় ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ট্রলারডুবির এই ঘটনা ঘটে গত শুক্রবার সকাল ১০টার দিকে, যখন ট্রলারটি শেষ বয়ার প্রায় ৭৫ কিলোমিটার গভীর সাগরে অবস্থান করছিল।

এখনো নিখোঁজ রয়েছেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

উদ্ধার জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যান। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে ডুবে যায়। এসময় তাদের কাছ থেকে একজন স্রোতে ভেসে যায়। তারা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও ৫ জন স্রোতে ভেসে হারিয়ে যায়। পরে বাকিরা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে সোমবার রাতে দুটি ট্রলার ওই ৯ জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘এ ঘটনায় গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা নিখোঁজ ৬ জেলের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন