গাজায় মানবিক সংকটে উদ্যোগ, খাদ্য সহায়তার ঘোষণা ট্রাম্পের


ট্রাম্প জানান, গাজার মানুষ এখন ভয়াবহ দুঃসময় পার করছেন। খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা সেখানে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই একটি কার্যকর মানবিক উদ্যোগ নিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধ হওয়া অত্যন্ত জরুরি, তবে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন একটি প্রক্রিয়া।
স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, “গাজার পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে বেশি প্রয়োজন এখন খাদ্য ও নিরাপত্তা। এ বিষয়ে আমি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও অবহিত করেছি।”
এর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন, গাজায় কোনো দুর্ভিক্ষ চলছে না। তার এ বক্তব্য আন্তর্জাতিক বিভিন্ন মহলে সমালোচিত হয়।
এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “গাজা সংকট নিরসনে ট্রাম্পই একমাত্র ব্যক্তি, যিনি বাস্তবসম্মত ও কার্যকর ভূমিকা রাখতে পারেন।”
ফিলিস্তিনের গাজায় চরম মানবিক সংকট এবং দুর্ভিক্ষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেখানে খাদ্যকেন্দ্র চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৯ জুলাই) স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এই উদ্যোগের ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
