নবীনগরে জিনদপুর ইউপি প্রশাসক হিসেবে কৃষি কর্মকর্তার দায়িত্ব গ্রহণ


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪ নম্বর জিনদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন।
গত ৮ জুলাই জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. রবিউল ইসলাম গত ২৫ মে ২০২৫ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং বর্তমানে জেল হাজতে রয়েছেন। ফলে চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব পালনে স্থবিরতা দেখা দেয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
পরিস্থিতি বিবেচনায় জনসেবার ধারাবাহিকতা ও প্রশাসনিক স্বাভাবিকতা বজায় রাখতে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটনকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে জিনদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
এ সংক্রান্ত আদেশে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. জাহাঙ্গীর আলম লিটন এক প্রতিক্রিয়ায় বলেন, “সরকারের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করব। ইউনিয়নবাসীর কাছে সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব। আইন ও বিধি অনুসরণ করেই ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করা হবে।”
