ক্ষমতায় গেলে শহীদ পরিবারদের পুনর্বাসন করবে বিএনপি: মির্জা ফখরুল


সংস্কার শুধুমাত্র কাগজে-কলমে নয়, বাস্তব জীবনে মানুষের উপকারে আসতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “জনগণের কল্যাণই প্রকৃত সংস্কারের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আমরা বিশ্বাস করি, শহীদ পরিবার ও আন্দোলনকারীদের পাশে থাকা রাজনৈতিক দায়িত্বের অংশ।”
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে শহীদ পরিবারদের নিয়ে আয়োজিত ‘মায়ের ডাক’ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।”
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।
তিনি অভিযোগ করে বলেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি। এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন, সরকার পুনর্বাসনের উদ্যোগ নেবে।
মির্জা ফখরুল আরও বলেন, যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে।
নিখোঁজ সদস্যদের বিষয়ে তিনি আরও বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি।
