মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj

পঞ্চগড়ের নেসকোর সাবেক নির্বাহী প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

পঞ্চগড়ের নেসকোর সাবেক নির্বাহী প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলার প্রেক্ষিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো), পঞ্চগড়ের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর উপপরিচালক (অ.দা.) আজমির শরীফ মারজী। 

এর আগে গত বছরের ৮ ফেব্রুয়ারি আহসানুল কবীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা মোঃ ইমরান হোসেনের আবেদনের প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় পঞ্চগড়ের বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী,অনুমতি ছাড়া আহসানুল কবীরের যেকোনো সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা দায়যুক্ত করা আইনত নিষিদ্ধ এবং তা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

আদালতের আদেশ অনুযায়ী ইতোমধ্যে তাঁর কিছু সম্পত্তিতে ক্রোকের নোটিশ ঝুলানো হয়েছে। এসব সম্পত্তির মধ্যে রয়েছে,নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর মৌজায়, জে.এল নং-৩৬, এস.এ খতিয়ান নং-৮২২, দাগ নং-১৪৯৮, জমির পরিমাণ মোট ৫ শতক (২ শতক ও ৩ শতক পৃথকভাবে) ও ঢাকা রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সুরমা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট৷ 

দুদক সমন্বিত জেলা কার্যালয়,  ঠাকুরগাঁও এর উপপরিচালক (অ.দা.) আজমির শরীফ মারজী বিষয়টি নিশ্চিত করে বলেন," দুদক ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো: ইমরান হোসেন ইতোমধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছেন। বর্তমানে তা আদালতে বিচারাধীন রয়েছে।"


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: