মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারীরিক অবসাদজনিত কারণে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    রোববার (১৩ জুলাই) তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বিশ্রামে আছেন এবং রোববার সন্ধ্যার মধ্যেই বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে।

    এর আগে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিজের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিকে অংশ নিয়ে হঠাৎ অস্বস্তি বোধ করেন মাহাথির। অনুষ্ঠান থেকে তিনি আগেভাগেই চলে যান। জানা যায়, তিনি নিজেই গাড়ি চালিয়ে সেখানে গিয়েছিলেন এবং এক ঘণ্টা সাইকেল চালানোর পর ক্লান্তি অনুভব করেন। আগের দিন একই স্থানে স্ত্রী হাসমাহ মোহাম্মদ আলির ৯৯তম জন্মদিন উদযাপন করা হয়েছিল।

    ৯৮ বছর বয়সী মাহাথিরের হৃদরোগজনিত সমস্যা এবং একাধিকবার বাইপাস সার্জারির ইতিহাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ গত বছর অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

    মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালে বিরোধী জোটের নেতৃত্বে নির্বাচনে জিতে ফের প্রধানমন্ত্রী হন। তবে দলীয় কোন্দলে তার সরকার দ্রুত ভেঙে পড়ে।


    সূত্র: রয়টার্স।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন