মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মাইলস্টোন ট্রাজেডি নিহতের সংখ্যা বেড়ে ৩১: আইএসপিআর শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে: আসিফ নজরুল ঢাকাসহ জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা চেয়ে রিট বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে নরেন্দ্র মোদির শোকবার্তা ও সহায়তার ইচ্ছা মাইলস্টোন ট্র্যাজেডি: সুশাসনের করুণ পরাজয় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু: ডা. সায়েদুর আইন ও শিক্ষা উপদেষ্টা মাইলস্টোনে অবরুদ্ধ, সাথে আছেন প্রেস সচিবও ছয় দফা দাবিতে রাস্তায় মাইলস্টোনের শোকাহত শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক সিরিজ জয়ের হাতছানি, ইতিহাসের পথে বাংলাদেশ
  • টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মরণপণ লড়াই

    টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মরণপণ লড়াই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের হারে চাপে পড়েছে বাংলাদেশ। তাই আজ ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠেছে লিটন দাসের দলের জন্য ‘ডু অর ডাই’। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের গুরুত্বপূর্ণ এই লড়াই।

    তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। আজ হারলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজেও হেরেছে বাংলাদেশ। ফলে টি-টোয়েন্টি সিরিজে জয় ছাড়া দেশে ফেরার কোনো সান্ত্বনা থাকছে না তাদের জন্য।

    এমন অবস্থায় বাংলাদেশ দল চাইবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরতে, আর সিরিজের আশা বাঁচিয়ে রাখতে। আজকের ম্যাচে তাই থাকবে প্রচণ্ড চাপ ও প্রত্যাশার ভার—একইসঙ্গে সুযোগও নিজেদের প্রমাণ করার।

    প্রথম টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে আশার আলো দেখিয়েছিলেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। তবে সেই সূচনার পর হঠাৎ ছন্দপতন—ব্যর্থ ছিলেন লিটন দাস, তাওহীদ হৃদয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যাটাররা। ফলে কাঙ্ক্ষিত বড় স্কোর পায়নি বাংলাদেশ, আর সেটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

    আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে বাংলাদেশের সামনে কোনো বিকল্প নেই—জিততেই হবে। সিরিজে টিকে থাকতে হলে ব্যাটারদেরই নিতে হবে বাড়তি দায়িত্ব।

    ২০১৭ সালের পর প্রথমবারের মতো শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলছে টাইগাররা। এবার পরিবার নিয়ে সফর করার সুযোগ থাকায় মানসিক চাপের অজুহাত তেমন একটা নেই। তবু মাঠে পারফরম্যান্সের ধারাবাহিক দুর্বলতা নিয়েই প্রশ্ন উঠছে। ফরম্যাট বদলালেও ফলের চিত্র বদলাচ্ছে না—টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতেও একই পরিণতির আশঙ্কা ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।

    সিরিজের আগে শ্রীলঙ্কা নিজেদের প্রস্তুত রেখেছে আরও উন্নত পারফরম্যান্সের জন্য। দলের ফিল্ডিং কোচ উপুল চন্দনা এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রথম ম্যাচ ভালো খেলেছি, তবে আমরা আরও ভালো খেলতে চাই। ডাম্বুলার উইকেট নিয়েও আমরা আত্মবিশ্বাসী।”

    বাংলাদেশ দল এখন চাপে—এটা শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও স্পষ্ট। চাপ সামলে ঘুরে দাঁড়ানো এখন লিটনদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ তাই টাইগারদের ব্যাটেই লিখতে হবে ভাগ্য।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: