মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj

বজ্রপাত প্রতিরোধে নবীনগরে তাল গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন

বজ্রপাত প্রতিরোধে নবীনগরে তাল গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাত প্রতিরোধে তাল গাছের গুরুত্ব বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুরু হয়েছে তালের চারা রোপণ কর্মসূচি। উপজেলা কৃষি প্রণোদনা পূর্নবাসন কর্মসূচির আওতায় নবীনগর উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রাধিকা-শিবপুর-মহেশ-বড়াইল সড়কপথে একযোগে ২০০টি তালের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানউল্লাহ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম মজুমদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি অফিসার নূর নবী, ফারুক আহমেদ, জাহিদুল ইসলাম এবং স্থানীয় কৃষকবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, “তাল রোপণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের প্রণোদনার আওতায় নবীনগর উপজেলার ১৭০০ জন শিক্ষার্থীর মাঝে চারটি করে ফলদ ও ঔষধি গাছের চারা (নিম, বেল, জাম, কাঠাল) বিতরণ করা হবে।”

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, “তাল গাছ আমাদের পরিবেশের বন্ধু। এটি মাটির ক্ষয় রোধ করে, ছায়া দেয় এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তালগাছ বজ্রপাত প্রতিরোধে সহায়ক। উঁচু ও এককভাবে অবস্থানকারী তালগাছ বজ্রপাতের ঝুঁকি হ্রাস করে।”

তিনি আরও জানান, রোপণের পাশাপাশি চারাগুলোর সুরক্ষার জন্য যথাযথভাবে বেড়াও স্থাপন করা হয়েছে। বর্ষা মৌসুমে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেও তালের চারা রোপণের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ নবীনগরে জনসচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: