সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু: একদিনে প্রাণ গেল আরও ৫ জনের সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ : হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে গুলিবিদ্ধ ওসমান হাদির বর্তমান অবস্থা : ডাক্তারদের আপডেট মেসির ভারত সফর: কলকাতায় ক্রীড়ামহলে বিশেষ আয়োজনের ঘোষণা সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের অধিকার নিয়ে রাণীশংকৈলে উজ্জীবক সভা

    ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের অধিকার নিয়ে রাণীশংকৈলে উজ্জীবক সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।

    মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ মিলনায়তনে ইএসডিও এর আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিউল মাজলুবিন রহমান।

    সভায় উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, ইএসডিও প্রতিনিধি খাইরুল আলম, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান ও সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি রজব আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও  আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আদিবাসী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা হেক্স-এর সহযোগিতায় ইএসডিও পরিচালিত "থ্রাইভিং থ্রো ইক্যুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় উপস্থাপন করা হয় পূর্ববর্তী বেইজলাইন জরিপের তথ্য। জরিপে রাণীশংকৈল উপজেলার ৯০০টি প্রান্তিক পরিবারের আর্থসামাজিক চিত্র তুলে ধরা হয়।

    আলোচনায় বক্তারা বলেন, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি, আয়ের পথ বৈচিত্র্যকরণ, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও নিরাপদ পানিসহ সকল খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

    সভায় সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কাউকে পেছনে ফেলে নয়— সবাইকে নিয়ে এগোতে হবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন