ইরানের কড়া হুঁশিয়ারি, শত্রুরা অনুতপ্ত হবে: পেজেশকিয়ান


ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (১৩ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন শক্তভাবে জবাব দেবে, যার পরিণতি শত্রুদের অনুশোচনায় ফেলবে।
তিনি বলেন, “ইরানি জাতি ও নেতৃত্ব ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নীরব থাকবে না। শত্রুদের বোকামির উপযুক্ত জবাব দেওয়া হবে—যা হবে বৈধ, দৃঢ় এবং অত্যন্ত স্পষ্ট।”
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল হামলার মাধ্যমে আন্তর্জাতিক সব নীতি লঙ্ঘন করেছে এবং নারী ও শিশু হত্যার মাধ্যমে তারা তাদের বর্বরতা প্রকাশ করেছে।
মাসুদ পেজেশকিয়ান বলেন, বিশ্বব্যাপী এবং আঞ্চলিকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করেছে। এজন্য আমরা দীর্ঘমেয়াদি সংলাপের পথও বেছে নিয়েছিলাম। কিন্তু তারা শান্তির পথে না গিয়ে যেভাবে আগ্রাসন চালিয়েছে, তার জবাব সেভাবেই দেয়া হবে।
তিনি আরও বলেন, অতীতে যেভাবে ইরানের জনগণ ঐক্যবদ্ধ থেকেছে, এবারও ঐক্যবদ্ধ থেকে এই কঠিন সময় পার করতে পারবে।
