সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু: একদিনে প্রাণ গেল আরও ৫ জনের সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ : হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে গুলিবিদ্ধ ওসমান হাদির বর্তমান অবস্থা : ডাক্তারদের আপডেট মেসির ভারত সফর: কলকাতায় ক্রীড়ামহলে বিশেষ আয়োজনের ঘোষণা সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা
  • বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ করার অভিযোগ

    বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ করার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাকেরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মুসলমানদের ধর্মপ্রাণ মসজিদের জমি দখল করা পায়তারা চালাচ্ছে একটি কুচক্রী ও ভূমিদস্য মহল।

    এলাকা সূত্রে জানা যায়,বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামের মিজানুর রহমান মিরাজ চাপরাশি মসজিদে ঈদগাহের ময়দানের জন্য  লিখিতভাবে জমি দিয়েছেন যাহার জে এল নং-১৩২ মৌজা ভোজমহল এস এ খতিয়ান নং-১৪৩ দাগ নং-৪৫১/৪৫২ দাগের মোট জমির পরিমাণ ৫৭ শতাংশর মধ্যে ৫.৪০ শতাংশ জমি মসজিদের ময়দান ও কবরস্থানে দানপত্র হিসেবে দিয়েছেন মিজানুর রহমান মিরাজ চাপরাশি। 

    ওই জমিতে একতলা বিশিষ্ট একটি বাহিরের সংস্থার মসজিদ রয়েছে এই মসজিদের বাউন্ডারির ভিতরে দানপত্র দেওয়া জমিতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ঘর নির্মাণের জন্য বিভিন্নভাবে পায়তারা চালিয়ে যাচ্ছে এই ভূমিদস্যুর কবল থেকে মসজিদের বাউন্ডারির জমি দখল করতে না পারে সেই জন্য জমির মালিক বিজ্ঞ  ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন যাহার নং-৯৬৪/২৫ ধারা ১৪৪/১৪৫ বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ঘর নির্মাণের কাজ বন্ধ রাখার নোটিশের মাধ্যমে নির্দেশ দিয়েছে আদালত। আদালত ও থানাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রতিপক্ষ আইনকে তোয়াক্কা না করে মসজিদের বাউন্ডারিতে পুনরায় কাজ চালু করলে মসজিদে দান করা জমির মালিক মিজানুর রহমান মিরাজ চাপরাশি কাজে বাধা দিলে তাকে ভয় বিক্রি হুমকি দেখিয়ে প্রতিপক্ষ একটি কুচক্রী মহলের পরামর্শ ও কৌশল অবলম্বন করে।

    রাশেদা বেগম(৫৬) স্বামী আব্দুর রশিদ চাপরাশি ,শামীম চাপরাশি(৩১)  আব্দুর রশিদ চাপরাশি (৭২) কয়েকজন একত্রিত হয়ে জমির মালিক মিরাজকে মিথ্যা মামলা দেওয়ার জন্য রাশেদাকে একটি ক্লিনিকে নিয়ে মাথা কেটে ব্যান্ডেজ করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বাকেরগঞ্জ থানা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন শামীম চাপরাশি।

    ঘটনাস্থল থেকে জানা যায় উভয়ই পক্ষের কোন মারামারি ঘটনা ঘটেনি কারণ মিরাজ চাপরাশি বিএনপি'র রাজনীতির সাথে সক্রিয় থাকার কারণে তাকে একটি প্রতিহিংসার রাজনীতিতে পরিণত করার জন্য বাকেরগঞ্জ থানা একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে এলাকার ধর্মপ্রাণ মসজিদের মুসল্লিদের দাবি। মসজিদের মুসল্লিরা আরো বলেন মসজিদের বাউন্ডারির জমি দীর্ঘদিন ধরে দখল করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। মিরাজ চাপরাশি প্রতিবাদ করলে মিথ্যা মামলা করেছেন রাশেদা বেগম ছেলে শামীম চাপরাশি কিন্তু আমাদের দাবি বাকেরগঞ্জ থানার ওসি সাহেব সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যটা উদঘাটন করে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পাওয়ার দাবি জানিয়েছে মুসল্লীরা

    ঘটনার বিষয় মিজানুর রহমান মিরাজ চাপরাশিকে জানতে চাইলে তিনি বলেন, আমার ভোগ দখলীয় জমি আমাদের মহল্লার মসজিদে লিখিতভাবে দান করেছি কিন্তু সেই জমিতে জোরপূর্বক ভাবে রাশেদা বেগম আব্দুর রশিদ ঢাপরাশি ও তার ছেলে শামীম চাপরাশি এলাকার কিছু ভাড়াটে সন্ত্রাসী ও গুন্ডা মাস্তান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে মারধর করে জমি দখল করার পায়তারা চালিয়েছে তাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি।

    ভুক্তভোগী রাশেদা বেগমের পরিবারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

    এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেন, ফরিদপুর ইউনিয়নের এক ভুক্তভোগী মহিলার ছেলে শামীম চাপরাশি বাদী হয়ে মামলা করেছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন