লন্ডনে ইউনূসের হোটেলের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ


যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডনের হোটেলের সামনে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা—যাদের বিরুদ্ধে বাংলাদেশে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
একই স্থানে ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে পাল্টা জমায়েতও হয়েছে। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি জামায়াতে ইসলামী ও কয়েকটি ইসলামী দলের সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
চার দিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান অধ্যাপক ইউনূস। এরপর তিনি পার্ক লেইনের হোটেল ডরচেস্টারে ওঠেন এবং সফরকালীন সেখানেই অবস্থান করবেন।
হোটেলের সামনে সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। তাদের হাতে ইউনূসের ছবিসহ ব্যানার ও প্ল্যাকার্ড ছিল, এবং তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এই বিক্ষোভে অংশ নেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, আবু জাহির, শফিকুর রহমান চৌধুরী ও রঞ্জিত সরকার। সরকার পতনের পর বাংলাদেশে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা রয়েছে।
এ ছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা বিধান কুমার সাহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, যুবলীগের জামাল খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পাল্টা সমর্থনে যে জমায়েত হয়, সেখানে উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। তবুও জামায়াত ও কিছু ইসলামী দলের স্থানীয় সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে।
প্রধান উপদেষ্টা ইউনূস এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং সরকারের শীর্ষস্থানীয় নীতিনির্ধারকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের অংশ হিসেবে ১১ জুন তিনি লন্ডনের চ্যাথাম হাউসে একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন। আর ১২ জুন সেন্ট জেমসেস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে তাকে ‘কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
এন কে/বিএইচ/বা জা
