সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু: একদিনে প্রাণ গেল আরও ৫ জনের সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ : হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে গুলিবিদ্ধ ওসমান হাদির বর্তমান অবস্থা : ডাক্তারদের আপডেট মেসির ভারত সফর: কলকাতায় ক্রীড়ামহলে বিশেষ আয়োজনের ঘোষণা সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা
  • বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা জিহাদী

    বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা জিহাদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন জনপ্রিয় তরুণ ওয়ায়েজ, দক্ষ সংগঠক এবং নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন মাওলানা মনসুরুল হক জিহাদী।

     তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব গত ২৬ মে ২০২৫ থেকে পালন করে যাচ্ছেন।

    এর আগে, তিনি চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের সম্মানিত খতীব এবং জানুয়ারি ২০২৫ থেকে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কিছুদিন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদেও ভারপ্রাপ্ত ইমামের দায়িত্ব পালন করেন।

    দীর্ঘদিন ধরে দ্বীনের খেদমতে নিবেদিত এ আলেমে দ্বীন অসাধারণ তেলাওয়াতের জন্য মুসল্লিদের কাছে প্রিয়। একই সঙ্গে তিনি হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং মজলুমের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে পরিচিত। সামাজিক ও মানবিক সংকটে তিনি বরাবরই মানুষের পাশে দাঁড়ান।

    নতুন এ দায়িত্ব গ্রহণ উপলক্ষে মাওলানা মনসুরুল হক জিহাদী মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, ইসলামীক ফাউন্ডেশনের ডিজি, সচিব, উপসচিব, বায়তুল মোকাররমের পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও জমিয়তুল ফালাহ পরিচালকদের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন।

    তিনি সকল শুভাকাঙ্ক্ষী, মুসল্লি ও সম্মানিত শিক্ষকদের দোয়া কামনা করেছেন।      


    আসগর সালেহী, চট্টগ্রাম।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন