সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু: একদিনে প্রাণ গেল আরও ৫ জনের সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ : হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে গুলিবিদ্ধ ওসমান হাদির বর্তমান অবস্থা : ডাক্তারদের আপডেট মেসির ভারত সফর: কলকাতায় ক্রীড়ামহলে বিশেষ আয়োজনের ঘোষণা সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা
  • ফুলবাড়ীতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

    ফুলবাড়ীতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮মে) পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ফুলবাড়ী শাখার সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি দমন কমিশন। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, যা দিনব্যাপী চলে।

    “তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতি প্রতিরোধে মুখ্য ভূমিকা রাখতে পারে” এ  বিষয় নিয়ে দুটি গ্রুপ রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে রচনা প্রতিযোগতায় অংশ নেয়। অপরদিকে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা “গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি দমন ও প্রতিরোধ অপরিহার্য”এই বিষয়টিকে কেন্দ্র করে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

    বিতর্ক প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, পুখুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, প্রভাষক আফরোজ জাহান সেতু ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলাম।

    বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী হয় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যায় এবং রানার্সআপ হয় জিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়, বীর মুক্তিযোদ্ধা ইনিষ্টিটিটিউট এর ক গ্রুপে নাফিজ আহম্মেদ,মাহাজুবা হোসেন। ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ক” গ্রুপে তৃতীয় হয়েছে মোছা: সাবেরিন নাহার। খ” গ্রপে প্রথম হয়েছে সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সেগুপ্তা সিরাজ সামিহা, দ্বীতীয় হয়েছে বীর মুক্তিযোদ্ধা ইনিষ্টিটিটিউট এর তাশফিয়া তাহসিন বাঁধন ও তৃতীয় হয়েছে সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের লামিশা উলফাত বিভা। প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৫টায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথীবৃন্দ।

    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক মো. আলম মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।

    এছাড়াও উপস্থিত ছিলেন, সি, এম নিকেতনের প্রধান শিক্ষক একেএম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটের প্রাধান শিক্ষক সাইফুল ইসলাম, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষাক মো. মুসা খালেদ।

    দুর্নীতি প্রতিরোধ কমিটি ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক আব্দুর কাইয়ুম বলেন, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও যুক্তি বিশ্লেষণের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

    উপস্থিত অভিভাবক, শিক্ষক ও অতিথিরা আয়োজকদের এমন একটি গঠনমূলক আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন