নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে: তারেক রহমান


নির্বাচন প্রশ্নে সরকার টালবাহানায় লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “নির্বাচন ব্যবস্থায় আংশিক না পুরো সংস্কার—এ নিয়ে এখন টানাপোড়েন চলছে।”
বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের (ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল) আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, জনগণের অংশগ্রহণ ও আস্থা ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না।
তরুণ প্রজন্মের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণই বিএনপির ক্ষমতার মূল উৎস। ক্ষমতায় না থাকলেও বিএনপি জনগণের উন্নয়নের কথা সবসময় চিন্তা করে।
তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাজ করবে। যেকোনো কর্মসূচি পালনের জন্য দরকার একটি নির্বাচনী সরকার। আর বিএনপি শুরু থেকেই এই নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
তারেক রহমান বলেন, আর কথা বলার রাজনীতি নয়, এখন বাস্তবায়ন ও দৃষ্টান্ত স্থাপনের সময়। দেশের বহুল জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের আর পিছিয়ে থাকতে হবে না।
