বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষে রোজিনা বেগম (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৬ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রোজিনা বেগম একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে।

মাধবপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, ধলাইরপার এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া, ভাষানীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা ও আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর। 

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভাষানীগাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সোমবার সকালে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম। খবর পেয়ে জালাল আহমেদ মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তার সহযোগী আজবর মিয়া ও মনির মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় জালাল আহমেদের পায়ের রগ কাটা পড়ে। কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে। অপরদিকে রক্তাক্ত হন রেজাউল আহমেদ সাগর। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।


রাজু দত্ত, কমলগঞ্জ প্রতিনিধি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: