শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Natun Kagoj

কুড়িগ্রামে নির্মান কাজ শেষের আগেই ধষে যাচ্ছে দুধকুমার নদের বাধ রক্ষা  

কুড়িগ্রামে নির্মান কাজ শেষের আগেই ধষে যাচ্ছে দুধকুমার নদের বাধ রক্ষা   
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নির্মাণ কাজ শেষ হবার আগেই সামান্ন বষনে ধসে যাচ্ছে দুধকুমার  নদের ডানতীর রক্ষা বাঁধ। স্থানীয় জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে বন্যার আতঙ্ক।


জানা গেছে, বন্যা ও নদী ভাঙন রোধে নলেয়া ও ইসলামপুর গ্রামকে রক্ষা করতে প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেখা দিয়েছে ধ্বস। 

স্থানীয়দের অভিযোগ, কাজের তদারকির  ব্যবস্থা দুর্বল থাকায় এবং যথাযথ ডাম্পিং না করে সিসি ব্লক বসানোর কারণে সামান্য বৃষ্টির পানিতেই বাঁধে ধ্বস দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের কাজ চলমান থাকায় কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তারা এখনও কাজ বুঝে পাননি। কাজে অনিয়ম হলে তার দায়ভার ঠিকাদারি প্রতিষ্ঠানের। 

জানা গেছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে 'কুড়িগ্রাম জেলার মধ্যদিয়ে প্রবাহিত দুধকুমর নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন শিরোনামে ২০২১ সালের ১০ আগস্ট একনকের বৈঠকে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৬শ’ ৯২ কোটি ৬৮ লাখ টাকা। যা বিভিন্ন প্যাকেজে বর্তমানে কুড়িগ্রাম পাউবোর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, দুধকুমর নদীর ডান তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১০ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৭৩৩ টাকা ব্যয়ে ১৪নং প্যাকেজের আওতায় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় ৫শ’ মিটার বাঁধ নির্মাণের জন্য কাজ পায় ঢাকার মগবাজারের টিআই-পিভিএল-জেডআই জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর মৌজার দুধকুমর নদের ডানতীর রক্ষায় ৫শ’ মিটার বাঁধের নির্মাণ কাজ প্রায় শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরমধ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে বাঁধের কিছু অংশ ধসে পড়েছে। সিসি ব্লকগুলো এলোমেলোভাবে পড়ে আছে। 

কুড়িগ্রাম পাউবোর (পানি উন্নয়ন বোড) উপ-সহকারী প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফিয়া আখতার জানান, বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। প্রকল্পের কাজ চলমান থাকায় দায়িত্ব তাদের। বাঁধের ধ্বসে যাওয়া অংশের কাজ পুনরায় করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। 


কুড়িগ্রাম প্রতিনিধি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: