শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Natun Kagoj

বর্ষা শুরুর আগেই প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল, কৃষিতে বিপর্যয়

বর্ষা শুরুর আগেই প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল, কৃষিতে বিপর্যয়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বর্ষার আগেই কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে রংপুর মহানগরীসহ এ অঞ্চলের নিম্নাঞ্চলের অনেক স্থান প্লাবিত হয়েছে। গত ৪৮ ঘণ্টায় রংপুরে প্রায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জমির ধান, বাদামসহ রবিশস্য পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। তবে কৃষি অফিস বলছে, ফসল নিমজ্জিত হলেও ক্ষতির শঙ্কা কম। খুব দ্রুত পানি নেমে যাবে।

অপরদিকে, কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। এ নিয়ে তিস্তাপাড়ের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার মানুষের মধ্যে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গত সোমবার (১৯ মে) সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টিতে নগরীর জুম্মাপাড়া, কামারপাড়া, মুন্সিপাড়া, হনুমানতলা, খাসবাগ, নাছনিয়া, বড়বাড়ি, হাবিবনগর, আকালিটারি, চকবাজার, ঈদগাওপাড়া, ঘাঘটপাড়া, তামপাট, বনগ্রাম সহ বেশ কয়েকটি পাড়া-মহল্লায় পানি উঠেছে। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠায় শিক্ষার্থীরা বিপাকে রয়েছে।

জানা গেছে, রংপুর নগরীর শ্যামা সুন্দরী খাল খনন না করায় অবিরাম বৃষ্টিতে খাল উপচে পানি আশপাশের অনেক বাড়ি-ঘর ও অলিগলিতে প্রবেশ করেছে। নগরীর উপর দিয়ে প্রবাহিত ১২ কিলোমিটার দীর্ঘ এই শ্যামা সুন্দরী খালের অনেক স্থান তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এছাড়াও রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুটি মুন্সিপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকা, পীরগাছা উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়ন, কাউনিয়া উপজেলার বালাপাড়া, টেপামধুপুর, শহীদবাগ, হারাগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকা, গঙ্গচড়ার লক্ষীটারি, মর্ণেয়া, কোলকোন্দ, আলমবিদিতরসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল এলাকায় পানি উঠেছে। একই চিত্র লালমনিরহাট, নীলফামারি, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলাতেও।

এদিকে, কৃষি অফিস সূত্রে জানা গেছে, অবিরাম বৃষ্টিপাতের ফলে প্রাথমিক হিসেবে রংপুর অঞ্চলের ৫ জেলায় ৩শত হেক্টরের বেশি জমির ধান, বাদাম, পাট, মরিচ সহ রবিশস্য নিমজ্জিত অবস্থায় রয়েছে। এছাড়াও শাক-সবজির ক্ষতিও হয়েছে। পীরগাছা উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, ২৪ ঘন্টার বেশি পানি জমে থাকলে সমস্যা হবে। তাই জমির পানি বের করে দেয়া জরুরি।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তফিজার রহমান জানান, রংপুরে গত ৪৮ ঘন্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, অসময়ে তিস্তা ফুলে ফেঁপে উঠছে। মঙ্গলবার সকাল ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ২৮ সেন্টিমিটার। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। একই সময়ে কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ৩৪ সেন্টিমিটার ছিল। সকাল ৯টায় পানির প্রবাহ বেড়ে ২৮ দশমিক ৪২ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোনো সময়ে পানি বাড়তে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: