বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Natun Kagoj

‘হেরা ফেরি থ্রি’ নিয়ে অক্ষয়ের ২৫ কোটি টাকার আইনি দাবি, পরেশকে নোটিশ পাঠালেন তিনি

‘হেরা ফেরি থ্রি’ নিয়ে অক্ষয়ের ২৫ কোটি টাকার আইনি দাবি, পরেশকে নোটিশ পাঠালেন তিনি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাম্প্রতিক বলিউডে আলোড়ন তুলেছে একটি চাঞ্চল্যকর খবর। জানা গেছে, অভিনেতা অক্ষয় কুমার তার প্রযোজনা প্রতিষ্ঠান কেপ অফ গুড ফিল্মস-এর পক্ষ থেকে বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। অভিযোগ, চুক্তিবদ্ধ একটি চলচ্চিত্রের শুটিং মাঝপথে বন্ধ করে দেন পরেশ রাওয়াল, যার ফলে প্রযোজনা প্রতিষ্ঠানটি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে।
নতুন করে আলোচনায় উঠে এলেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, ভবিষ্যতে আর কোনও কমেডি ছবিতে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি এই সিদ্ধান্ত নেওয়ার নির্দিষ্ট কারণ প্রকাশ্যে আনেননি।

সবচেয়ে বড় চমক এসেছে যখন তিনি জানিয়ে দেন, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি থ্রি’-তে তিনি থাকছেন না। এই খবরে ভীষণই মন খারাপ হয়েছে ভক্তদের, কারণ বাবুরাও চরিত্রে পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় এই সিরিজের অন্যতম আকর্ষণ ছিল।

অন্যদিকে, অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরিচালক প্রিয়দর্শন মিলে চলতি বছরের এপ্রিল মাসে 'হেরা ফেরি থ্রি'-এর শুটিং শুরু করেন। অভিনয়ের পাশাপাশি এই ছবির প্রযোজনার দায়িত্বও নিয়েছেন অক্ষয়। তিনি ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে সিনেমাটির রাইটস কিনে নিয়েছেন বলে জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, পরেশ রাওয়ালকে এই সিনেমার জন্য প্রচুর পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল— এমনকি তার স্বাভাবিক পারিশ্রমিকের চেয়েও তিনগুণ বেশি। কিন্তু সত্ত্বেও তিনি কাজটি করতে রাজি হননি।

আইনি মহলের একাংশের মতে, পরেশ রাওয়ালের এই সিদ্ধান্ত পেশাদার চুক্তির পরিপন্থী। যদি তিনি ছবিতে কাজ করতে না চান, তবে আগেভাগেই তা নির্মাতাদের জানানো উচিত ছিল। কারণ তার উপস্থিতির ওপর ভিত্তি করেই সিনেমার বাজেট, পরিকল্পনা ও শুটিংয়ের প্রস্তুতি এগিয়ে গিয়েছিল।

এমনকি অক্ষয় কুমারও এবার চুপ থাকেননি। বলিউডে ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম তিনি কোনো সহ-অভিনেতার বিরুদ্ধে পেশাগত অসহযোগিতার অভিযোগ এনে আইনি পদক্ষেপ নিয়েছেন বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে ‘ওহ মাই গড ২’ সিনেমা নিয়ে অনীহা দেখিয়েছিলেন পরেশ। তখনও তিনি স্ক্রিপ্টে সন্তুষ্ট ছিলেন না বলে জানিয়েছিলেন। এই ঘটনার পুনরাবৃত্তি থেকেই এখন ইন্ডাস্ট্রিতে বেশ চর্চা শুরু হয়েছে পরেশ রাওয়ালের ভবিষ্যৎ পেশাগত আচরণ নিয়ে।


 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: