সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু: একদিনে প্রাণ গেল আরও ৫ জনের সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ : হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে গুলিবিদ্ধ ওসমান হাদির বর্তমান অবস্থা : ডাক্তারদের আপডেট মেসির ভারত সফর: কলকাতায় ক্রীড়ামহলে বিশেষ আয়োজনের ঘোষণা সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা
  • এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

    এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদায়ী এপ্রিল মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে নতুন এক নজির গড়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, এ মাসে মোট ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেশে পাঠানো হয়েছে, যা প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

    এই অঙ্ক দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স আহরণের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। গড়ে প্রতিদিন প্রায় ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে প্রবাসীদের পক্ষ থেকে।

    গত বছরের এপ্রিলের তুলনায় এবারের প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তখন পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৮.৩০ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল সর্বোচ্চ—৩২৯ কোটি ডলারের বেশি। এপ্রিল সেই রেকর্ডের পরেই, দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের ডিসেম্বরে, ২৬৪ কোটি ডলার।

    এই ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাতে সহায়ক ভূমিকা রাখছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন