বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

গাজীপুরে ৩ একর ৩০ শতাংশ বনভূমি দখলের অভিযোগ, বন বিভাগের উচ্ছেদ আশ্বাস

গাজীপুরে ৩ একর ৩০ শতাংশ বনভূমি দখলের অভিযোগ, বন বিভাগের উচ্ছেদ আশ্বাস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৩ একর ৩০ শতাংশ সরকারি বনভূমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বন বিভাগের গেজেটভুক্ত জমি দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা, দোকানপাট ও সুউচ্চ সীমানা প্রাচীর।

অভিযোগ রয়েছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফ্লাইওভারের পশ্চিম পাশে, কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন কাশিমপুর বনবিটের অধীনস্থ ৫৩৬ নং মিরপুর মৌজার গেজেটভুক্ত ও ২০ ধারায় সংরক্ষিত বনভূমির সিএস দাগ ১৪২ ও ১৮৮, আরএস দাগ ৩৩১, ৩৩২ ও ৩৮১ এ এই জমি অবস্থিত। অথচ এত মূল্যবান সরকারি সম্পত্তি জবরদখল ঠেকাতে বন বিভাগ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী জানান, প্রাথমিকভাবে আব্দুল মজিদ নামের এক ব্যক্তি সেখানে ইটভাটা স্থাপন করেছিলেন। পরবর্তীতে সিটি করপোরেশন হওয়ায় ইটভাটা বন্ধ হয়ে যায় এবং জমিটি কিছুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এরপর স্থানীয় সেলিম শেখ নামের এক ঝুট ব্যবসায়ী ওই জমিতে ঝুটের গুদাম ও দোকানপাট গড়ে তোলেন। তারা অভিযোগ করেন, বন বিভাগের কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে প্রভাবশালীরা এসব দখলদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, "এই জমি আমাদের কবরস্থান ও খেলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য উপযোগী। অথচ প্রভাবশালীরা তা দখল করে নিয়েছে। দ্রুত জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।"

ঝুট ব্যবসায়ী সেলিম শেখের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপে সাড়া দেননি।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুরের সহকারী বন সংরক্ষক ও কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা শাহিদুল হাসান শাকিল বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। খুব শিগগিরই দখলকৃত জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

এলাকাবাসী দ্রুত দখলদারদের উচ্ছেদ করে জমিটি কবরস্থান ও খেলার মাঠ হিসেবে সংরক্ষণের দাবি জানিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন