তারেক রহমানকে নিয়ে ৩ শব্দের স্ট্যাটাস ইশরাকের


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার এ বিষয়ে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইশরাক হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে।
এছাড়া, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও তারেক রহমান ও ইশরাক হোসেনের একটি ছবি শেয়ার করা হয়েছে।
এদিকে নিজের ফেসবুকে তারকে রহমানের সঙ্গে ছবি দিয়ে তিন শব্দের ক্যাপশন দিয়েছেন ইশরাক।

এতে তিনি বলেন, ‘লিডার, মটিভেটর, মেনটর’। তবে তাদের সাক্ষাতে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন