মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj

সাভারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, প্রাণ গেল ১ জনের

সাভারে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, প্রাণ গেল ১ জনের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাভার ও আশুলিয়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি, বজ্রপাতে এক পোশাক শ্রমিকসহ ২ জন নিহত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রায় পৌনে ৮টা পর্যন্ত সাভার ও আশুলিয়ায় তীব্র কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি এবং বজ্রপাতে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটে। এই সময়ের মধ্যে আশুলিয়ার ধামসোনা এলাকায় বজ্রপাতে এক মহিলা পোশাক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের নাম বিথি আক্তার (৩২)। তিনি ডিইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানা থেকে বাসায় ফেরার পথে ধামসোনা ইউনিয়নের কন্ডা ব্রীজে পৌঁছালে হঠাৎ বজ্রপাতে নিহত হন বিথি আক্তার। তিনি আশুলিয়ার উনাইল এলাকার রাসেল হোসেনের স্ত্রী। এছাড়া ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় আবাসিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, শিলা বৃষ্টি এবং বজ্রপাত ঘটেছিল, যার কারণে বেশ কিছু স্থানে হতাহতের ঘটনা ঘটে।

অতিরিক্ত বৃষ্টির কারণে সাভারের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে আশুলিয়ার বগাবাড়ী, জামগড়া, গাজীরচট, কাইঁচাবাড়ি, ডিইপিজেড, নরসিংহপুরসহ বিভিন্ন এলাকায় শিলা বৃষ্টি হয়েছে। এর ফলে মহাসড়কে পানি জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে এবং নবীনগর-চন্দ্র মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া, আশুলিয়া থানা ও ডিইপিজেড এলাকায় বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে, ফলে দীর্ঘ সময় সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিহীন ছিল।

এছাড়া, কালবৈশাখী ঝড়ের কারণে সাভারের বিভিন্ন চাষী জমির ফসল এবং গোলাপ গ্রামের অর্ধশত একর গোলাপ ফুল গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপর এক ঘটনায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশায় চার্জ দিতে গিয়ে এক চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম আহাম্মদ (৪০)। তিনি রংপুরের মিঠাপুকুর থানার পাইক কৃষ্ণপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ছিলেন এবং নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবুবকর সরকার বলেন, "কালবৈশাখী ঝড়ের কারণে সাভার ও আশুলিয়ায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন জনগণের পাশে থাকার আশ্বাস প্রদান করেছে।" 

এছাড়া, আশুলিয়া থানা পুলিশ নিহত আহাম্মদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।


নতুন/কাগজ/সাইদুল/সাভার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: