সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু: একদিনে প্রাণ গেল আরও ৫ জনের সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ : হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে গুলিবিদ্ধ ওসমান হাদির বর্তমান অবস্থা : ডাক্তারদের আপডেট মেসির ভারত সফর: কলকাতায় ক্রীড়ামহলে বিশেষ আয়োজনের ঘোষণা সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা
  • মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

    মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৫ এপ্রিল) প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

    শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে এবং শিক্ষক ও সাংবাদিক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ সুমন মিয়া।  

    অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য ও শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম, সলিমগঞ্জ কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক মীর তাইজুল ইসলাম, আতিকুর রহমান সবুজ মাস্টার।  

    বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আরমান আলী, সিনিয়র শিক্ষক খায়রুন নেসা ডেইজী, প্রভাষক আবরার কবির, পরীক্ষার্থী রাফসান আহমেদ, জুনায়েদ হোসেন, মোছা হোসেন, তিশা আক্তার প্রমুখ।  

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ বলেন, "তোমরা পরীক্ষার দিনে শান্ত মন নিয়ে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। ভালো রেজাল্ট অর্জন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে এবং নিজের, পরিবার, বাবা-মা ও প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি করবে। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করতে থাকব।" তারা শিক্ষার উন্নয়নে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।  

    এ সময় গভর্নিং বডির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৫ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।  

    শেষে সবার মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমান।


    নতুন/কাগজ/ইব্রাহীম/নবীনগর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন