সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু: একদিনে প্রাণ গেল আরও ৫ জনের সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ হাদির মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ, বিদেশে চিকিৎসার পরিকল্পনা চলছে হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ : হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে গুলিবিদ্ধ ওসমান হাদির বর্তমান অবস্থা : ডাক্তারদের আপডেট মেসির ভারত সফর: কলকাতায় ক্রীড়ামহলে বিশেষ আয়োজনের ঘোষণা সীমান্তে উত্তেজনার মাঝে থাইল্যান্ডে পার্লামেন্ট ভাঙা ও নির্বাচনের ঘোষণা
  • ভোরের পাতার সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    ভোরের পাতার সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সম্প্রতি চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলত পরোয়ানা জারি করেছেন। কণ্ঠশিল্পী ইভা আরমানের এক মামলায় এ গ্রেপ্তারি জারি করা হয়েছে বলে জানা যায়।

    শেখ হাসিনা সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগ রাজনৈতিক দলের নেতা ও দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান দ্বারা নির্যাতন ও তার কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইভা আরমান।

    ইভা আরমান বলেন, মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক তার ফ্ল্যাট দখল করে নেয় এবং আওয়ামী লীগ নেতাদের ভয় দেখিয়ে গাড়ি, নগদ অর্থ হাতিয়ে নিয়েছে এরতেজা হাসান। এর প্রতিকার পেতে তিনি এ মামলাটি দায়ের করেন।

    এছাড়াও এরতেজা হাসানের বিরুদ্ধে অনেক সুস্পষ্ট অভিযোগ রয়েছে। রূপান্তর হাউজিং এর নামে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ, চেকের মাধ্যমে বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে জমি কিনে টাকা পরিশোধ না করা, তার সম্পাদিত পত্রিকার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ না করা, বেতন চাইতে গেলে নির্যাতন করা, ভোরের পাতা পত্রিকা অফিসের বকেয়া ভাড়া পরিশোধ না করা, বাজার টোয়েন্টি ফোর এর নামে এমএলএম ব্যবসা পরিচালনা করা ইত্যাদি বিভিন্ন সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

    ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন ভুক্তভোগীরা এরতেজা হাসানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে মামলাগুলোর গ্রেফতারি পরােয়ানা জারি হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই আত্মগোপনে রয়েছেন এরতেজা হাসান। বিগত সরকারের আমলেও এরতজো গ্রেপ্তার হয়ছেলিনে। সেসময় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভুঁইয়ার ভাই সাইফুল ইসলাম ভুঁইয়ার দায়ের করা প্রতারণা ও জালিয়াতি  মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ড. কাজী এরতেজা হাসান।


    স্টাফ/রিপোর্টার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন