মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
ময়মনসিংহ ভালুকা

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এসআই নিহত

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এসআই নিহত
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মনির (৫০) নিহত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার রাজবল্লবপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মনিরুজ্জামান মামলার সাক্ষ্য দিতে ঢাকার একটি আদালতে গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে মাইক্রাবাসযোগে (নোহা) ময়মনসিংহ ফিরছিলেন। পথে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কেন বা কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের কারণে চালকের অসাবধানতায় এই ঘটনা ঘটতে পারে। ঘটনার তদন্তে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি শাহ কামাল।


এদিকে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাঈন উদ্দিনসহ নিহতের সহকর্মীরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন  

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: