গণতন্ত্রের পতাকাবাহী শহীদ নূর হোসেন স্মরণে জাতি আজ শ্রদ্ধাবনত

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মদানকারী শহীদ নূর হোসেনের স্মৃতিতে আজ শ্রদ্ধায় নত জাতি। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেনের রক্তে লাল হয়ে উঠেছিল ঢাকার রাজপথ, যার মধ্য দিয়ে তৎকালীন সামরিক স্বৈরশাসনের পতনের আন্দোলন পায় নতুন গতি।
সেদিন নূর হোসেন নিজের বুক ও পিঠে লিখেছিলেন— ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। সেই স্লোগানই হয়ে উঠেছিল মুক্তিকামী মানুষের প্রাণের ভাষা। পুলিশের গুলিতে তার শহিদ হওয়া মুহূর্তেই গণতন্ত্রকামী আন্দোলনকে অনিবার্য পরিণতির দিকে ঠেলে দেয়।
শুধু নূর হোসেনই নয়, ওই দিনে যুবলীগের নেতা নূরুল হুদা বাবুল ও ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও শহিদ হন। তাদের আত্মত্যাগে স্বৈরাচারবিরোধী তিন জোটের আন্দোলন আরও বেগবান হয়, অবশেষে গণতন্ত্রের বিজয়ে পরিণত হয়।
নানা রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন আজ যথাযোগ্য মর্যাদায় পালন করছে শহীদ নূর হোসেন দিবস। রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ারসহ সারাদেশে ফুলেল শ্রদ্ধা, আলোচনাসভা ও শপথের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে এই গণতন্ত্রযোদ্ধাকে।