রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে দর্শকদের ভিড় : বাড়ছে টিকিটের দাম

 বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে দর্শকদের ভিড় : বাড়ছে টিকিটের দাম
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নেপালের বিপক্ষে ম্যাচে দর্শকরা মাত্র তিনশো টাকায় স্টেডিয়ামে প্রবেশ করে খেলা উপভোগের সুযোগ পেয়েছিলেন। তবে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শকদের গুনতে হতে পারে আরও বেশি অর্থ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সূত্রে জানা গেছে, ম্যাচটির উচ্চ চাহিদা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে টিকিটের মূল্য বাড়ানোর চিন্তা করা হচ্ছে।

দলের খেলোয়াড়দের দিক থেকেও দেখা দিয়েছে দোলাচল। এশিয়ান কাপের দুই ম্যাচেই খেলার সম্ভাবনা নিশ্চিত হামজা চৌধুরীর, তবে তার সতীর্থ শমিত সোমকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ইনজুরি কারণে।

এদিকে মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে বসুন্ধরা কিংসের ফুটবলারদের যোগ দেওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দলের সূচি ও খেলোয়াড়দের বিশ্রাম পরিকল্পনা নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

ফুটবলপ্রেমীদের আশা, ভারতের বিপক্ষে ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ—আর দর্শকরাও যেন উপভোগ করতে পারেন এক উত্তেজনাপূর্ণ দ্বৈরথ।

ফুটবলের নবজাগরণে জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ মানেই দর্শকের ঢল। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে সেই প্রত্যাশার পালে হাওয়া দিচ্ছে হামজা-সোমিত সোমদের অন্তর্ভুক্তি। ৯ নভেম্বর হামজা চৌধুরির দেশে ফেরার কথা থাকলেও তা একদিন পেছাতে পারে। তবে কানাডার ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে সোমিতের ক্লাব ক্যাভালরি এফসি ফাইনাল খেলা না খেলার ওপর নির্ভর করছে এই মিডফিল্ডারের ঢাকা আসার তারিখ।

বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, নেপালের ম্যাচ প্রদর্শনী হলেও, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু ম্যাচ। আমরা নেপালের সঙ্গে অনেকদিন জিততে পারিনি। আর ভারতের ম্যাচ তো আমাদের ডু অর ডাই ম্যাচ। সুতরাং আশা করি কোচ ও খেলোয়াড়রা একসঙ্গে হয়ে গেলে অনুশীলনটা সুন্দর গতিতে  চলবে। 

বাফুফের কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, হামজাদের খেলার কথা রয়েছে। আমরা প্রত্যাশা করছি যে, পুরো স্টেডিয়ামই পরিপূর্ণ থাকবে। 

এই ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে তিনশো টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ১ হাজার টাকা। মিলবে এ সপ্তাহেই। তবে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাড়তে পারে টিকিটমূল্য।

বাফুফের কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, আমরা চাচ্ছি আগামী ৫ বা ৬ তারিখ নেপালের ফ্রেন্ডলি ম্যাচের টিকিট ছাড়ব। এরপর ৯ তারিখে ভারত ম্যাচের টিকিট ছাড়ার চেষ্টা করব। মূল্য রিভিশন হচ্ছে, তারপর আমি জানিয়ে দেব।

হেডকোচ ছাড়াই গেল ৪ দিনে চলেছে জাতীয় দলের অনুশীলন। ছুটি কাটিয়ে মঙ্গলবার দলের দায়িত্ব নেবেন হ্যাভিয়ের কাবরেরা। একই দিনে বসুন্ধরা ফুটবলারদের যোগ দেয়ার কথা থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ওরা পাল্টা চিঠি দিয়েছে হয়ত যোগ দেবে ৬-৭ তারিখ। আমরা চেষ্টা করছি ওদের সঙ্গে কথা বলে যাতে দ্রুত যোগ দেয়। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন