শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,০৩৪ রোগী মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ: দুদকের ৬ মামলা রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার ইসলামী দলগুলোর সতর্কবার্তা: কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঢাকায় আন্দোলন ২০২৬ সালে সরকারি ছুটির সংখ্যা ও তারিখ প্রকাশ বিনিয়োগকারীদের চাপ: ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরকে পদত্যাগ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯ পদে নিয়োগের প্রস্তুতি সম্পন্ন চূড়ান্ত খসড়ায় গুম করার অপরাধে কঠোর শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড মায়ামিতে মেসি পেল শহরের চাবি, “অবসরের আগে ফুটবল উপভোগই প্রধান” ইন্টারনেটে সাম্প্রদায়িক হিংসার জন্য বড় শাস্তি : কারাদণ্ড ও কোটি টাকার জরিমানা
  • সোনার দাম রেকর্ড ছাড়াল, ভরি ২ লাখের কোটায়

    সোনার দাম রেকর্ড ছাড়াল, ভরি ২ লাখের কোটায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত দেড়-দুই মাস ধরে সোনার বাজারে চলছে তীব্র অস্থিরতা। একের পর এক রেকর্ড গড়ছে দাম। সেই ধারাবাহিকতায় এবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার মূল্য পেরিয়ে গেছে ৩ হাজার ৯০০ ডলার।

    বিশ্ববাজারে দাম বাড়ায় স্বাভাবিকভাবেই এ প্রভাব পড়তে যাচ্ছে দেশের বাজারেও। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে সোনার দাম পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।  

    ধারণা করা হচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো দেশের বাজারে ভরি প্রতি দুই লাখ টাকা ছুঁতে যাচ্ছে সোনার দাম। মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে দ্রুতই দুই লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে মূল্যবান ধাতুটি।  

    তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাস থেকেই বিশ্ববাজারে সোনার দাম বেড়ে চলেছে। তবে, গত দেড় মাসে মূল্যবৃদ্ধির পালে নতুন হাওয়া লেগেছে। এই দেড় মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে প্রায় ৬০০ ডলার।

    বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করতে গিয়ে এই দেড় মাসে দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। সৃষ্টি হয়েছে একের পর এক রেকর্ড।

    বর্তমানে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম দুই লাখ টাকার কাছাকাছি। গতকাল ৫ অক্টোবর সোনার এই দাম কার্যকর করা হয়। এদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। আর ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা। 

    এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৫২৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

    রোববার (৫ অক্টোবর) দেশের বাজারে যখন সোনার এই দাম কার্যকর করা হয়, সে সময় বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৮৮৬ ডলার। একদিন না যেতেই সোমবার (৬ অক্টোবর) নতুন আরেক রেকর্ড সৃষ্টি হয়েছে বিশ্ববাজারে। প্রতি আউন্স সোনার দাম ৫১ ডলার বেড়ে ৩ হাজার ৯৩৮ ডলারে উঠে গেছে এদিন। বিশ্ববাজারে এর আগে কখনো এক আউন্স সোনার দাম এতো হয়নি।

    এদিকে বিশ্ববাজারে নতুন করে সোনার দাম বৃদ্ধির কারণে আবারও বৈঠকে বসতে যাচ্ছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। বাজুসের এক সদস্য জানান, বিশ্ববাজারে যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে যে কোনো সময় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হতে পারে। বিশ্ববাজারের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করতে গেলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার টাকার ওপরে বাড়ানো হতে পারে। ফলে দেশের বাজারে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ২ লাখ টাকা হয়ে যেতে পারে।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন