সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দীর্ঘ বিরতির পর ভারত থেকে পেঁয়াজ আমদানি পুনরায় চালু নির্বাচনকে ঘিরে তিন দলের নতুন জোটের আত্মপ্রকাশ রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোকজ নোটিশে তোলপাড় এই সপ্তাহেই আসছে জাতীয় নির্বাচনের তফসিল : ইসি কমিশনার ডেঙ্গুতে নতুন করে দুই মৃত্যু, আক্রান্তের তালিকায় যোগ হলো ৫১৬ জন ডিবি পুলিশের অভিযানে আটক সাংবাদিক শওকত মাহমুদ জাতীয় নির্বাচনের দিন দেশব্যাপী সাধারণ ছুটি কার্যকর আবদুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদসহ দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান ২০২৫ সালেই কার্যকর হচ্ছে নতুন ভূমি নীতিমালা, বাতিল হবে ১০ শ্রেণির নামজারি আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের অবরোধে বিপর্যস্ত ট্রাফিক
  • তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, অবস্থা খারাপ: জামাতা

    তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, অবস্থা খারাপ: জামাতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ মারা গেছেন বলে প্রকাশিত তথ্যটি সঠিক নয়। চিকিৎসকরা এমন কোনো ঘোষণা দেননি।

    রোববার (৫ অক্টোবর) প্রথম প্রহরে তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন জাগো নিউজকে বলেন, উনার অবস্থা খুবই খারাপ। সংকটাপন্ন। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখনো কোনো কিছু ঘোষণা করেননি চিকিৎসকরা। তিনি এখনো অ্যালাইভ (জীবিত)। হার্ট কাজ করছে। তবে যে পরিমাণ ক্রিটিক্যাল অবস্থা, এখান থেকে উঠে আসা সম্ভব নয়।

    শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশ করে। সে সময় তোফায়েল আহমদের ভাতিজা আলী সাবেক এমপি আজম মুকুলের রাজনৈতিক সহকর্মী সালাউদ্দিন এমন তথ্য নিশ্চিত করেছিলেন।

    এরপর এই প্রতিবেদক স্কায়ার হাসপাতালে ছুটে যান। সেখানে প্রায় শ’খানেক ভক্ত-অনুরাগীকে অপেক্ষা করতেও দেখা যায়। অপেক্ষমাণ একাধিক রাজনৈতিক কর্মী জানিয়েছিলেন, উনি আর নেই। ভোলায় জানাজার জন্য প্রস্তুতি নিতেও বলা হয়েছে।

    এ বিষয়ে নানাভাবে চেষ্টা করলেও হাসপাতালের কেউ কোনো কথা বলতে চাননি। ভেতরে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। এদিকে, ফেসবুকে তার জানাজার সময় দিয়েও স্ট্যাটাস দেন একাধিক রাজনৈতিক অনুসারী।

    গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি। ১০ দিন আগে জ্বর নিয়ে স্কয়ারে ভর্তি হন তোফায়েল আহমেদ। এরপর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন