শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,০৩৪ রোগী মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানিতে ৫২৫ কোটি টাকা আত্মসাৎ: দুদকের ৬ মামলা রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার ইসলামী দলগুলোর সতর্কবার্তা: কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ঢাকায় আন্দোলন ২০২৬ সালে সরকারি ছুটির সংখ্যা ও তারিখ প্রকাশ বিনিয়োগকারীদের চাপ: ২৪ ঘণ্টার মধ্যে গভর্নরকে পদত্যাগ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০,২১৯ পদে নিয়োগের প্রস্তুতি সম্পন্ন চূড়ান্ত খসড়ায় গুম করার অপরাধে কঠোর শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড মায়ামিতে মেসি পেল শহরের চাবি, “অবসরের আগে ফুটবল উপভোগই প্রধান” ইন্টারনেটে সাম্প্রদায়িক হিংসার জন্য বড় শাস্তি : কারাদণ্ড ও কোটি টাকার জরিমানা
  • তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, অবস্থা খারাপ: জামাতা

    তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে, অবস্থা খারাপ: জামাতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ মারা গেছেন বলে প্রকাশিত তথ্যটি সঠিক নয়। চিকিৎসকরা এমন কোনো ঘোষণা দেননি।

    রোববার (৫ অক্টোবর) প্রথম প্রহরে তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন জাগো নিউজকে বলেন, উনার অবস্থা খুবই খারাপ। সংকটাপন্ন। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখনো কোনো কিছু ঘোষণা করেননি চিকিৎসকরা। তিনি এখনো অ্যালাইভ (জীবিত)। হার্ট কাজ করছে। তবে যে পরিমাণ ক্রিটিক্যাল অবস্থা, এখান থেকে উঠে আসা সম্ভব নয়।

    শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশ করে। সে সময় তোফায়েল আহমদের ভাতিজা আলী সাবেক এমপি আজম মুকুলের রাজনৈতিক সহকর্মী সালাউদ্দিন এমন তথ্য নিশ্চিত করেছিলেন।

    এরপর এই প্রতিবেদক স্কায়ার হাসপাতালে ছুটে যান। সেখানে প্রায় শ’খানেক ভক্ত-অনুরাগীকে অপেক্ষা করতেও দেখা যায়। অপেক্ষমাণ একাধিক রাজনৈতিক কর্মী জানিয়েছিলেন, উনি আর নেই। ভোলায় জানাজার জন্য প্রস্তুতি নিতেও বলা হয়েছে।

    এ বিষয়ে নানাভাবে চেষ্টা করলেও হাসপাতালের কেউ কোনো কথা বলতে চাননি। ভেতরে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। এদিকে, ফেসবুকে তার জানাজার সময় দিয়েও স্ট্যাটাস দেন একাধিক রাজনৈতিক অনুসারী।

    গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি। ১০ দিন আগে জ্বর নিয়ে স্কয়ারে ভর্তি হন তোফায়েল আহমেদ। এরপর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন