রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

নির্বাচনে বামপ্রার্থীকে প্রতিহত করতে হুঁশিয়ারি ট্রাম্পের

নির্বাচনে বামপ্রার্থীকে প্রতিহত করতে হুঁশিয়ারি ট্রাম্পের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বামপন্থি প্রার্থী জোহরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যদি মামদানি মেয়র নির্বাচিত হন, তবে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন নিউইয়র্কে বন্ধ করে দেওয়া হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প শুধু ভোটারদের মামদানিকে প্রত্যাখ্যান করতেই বলেননি, বরং নিজের রিপাবলিকান দলের প্রার্থীকে সমর্থন না করে ডেমোক্র্যাট পার্টির স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি পোস্টে লেখেন, আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন। তিনি এটি করতে সক্ষম, মামদানি নন!

এর আগে রবিবার সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ঘোষণা করেন, মামদানি নির্বাচিত হলে তিনি নিউইয়র্কে ফেডারেল তহবিল পাঠানো বন্ধ করবেন। ট্রাম্পের ভাষ্য, আপনার নিউইয়র্ক পরিচালনাকারী যদি একজন কমিউনিস্ট হয়, তাহলে প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য নিউইয়র্কে প্রচুর অর্থ দেওয়া কঠিন হবে, কারণ আপনি সেখানে পাঠানো অর্থ কেবল নষ্টই করছেন।

ফেডারেল তহবিল সম্পর্কে তিনি আরও বলেন, মামদানি নির্বাচিত হলে, প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ ছাড়া, তার ফেডারেল তহবিলের অবদান রাখার সম্ভাবনা খুবই কম। উল্লেখ্য, নিউ ইয়র্ক সিটি এই অর্থবছরে ৭.৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পেয়েছে।

এদিকে জনমত জরিপে ডেমোক্র্যাটিক প্রার্থী মামদানি কুওমোর চেয়ে এগিয়ে আছেন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুওমো। ট্রাম্প নিজে রিপাবলিকান হলেও কার্টিস স্লিওয়াও নামের রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, কার্টিস স্লিওয়ার পক্ষে ভোট মানে মামদানির পক্ষেই ভোট।

অন্যদিকে, মামদানি নিজেকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে ঘোষণা করেছেন এবং তাকে কমিউনিস্ট বলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মামদানি বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি মানেই সিটি হলে তার প্রতিচ্ছবি তৈরি করা নয়।

কুওমো নিজেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোকাবিলা করার জন্য যথেষ্ট অভিজ্ঞ একমাত্র প্রার্থী হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বিতর্কের সময় বলেছিলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে লড়াই করেছি। যখন আমি নিউ ইয়র্কের জন্য লড়াই করছি, তখন আমি থামব না।

উল্লেখ্য ট্রাম্প অতীতেও ডেমোক্র্যাট-শাসিত এলাকায় অবস্থিত প্রকল্পগুলোর জন্য ফেডারেল অনুদান ও তহবিল হ্রাস করার চেষ্টা করেছেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন